Superstar Singer-2: প্রশংসা কুমার শানু, অরুণার গানে

Published By: Khabar India Online | Published On:

 সংগীত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘সুপারস্টার সিঙ্গার’ সিজন দুই থেকে এসেছে অরুণা দাস।

 অরুণার গানের ভূয়সী প্রশংসা করেছেন বলিউডের কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী কুমার শানু।

মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘হামি-২’ ছবির একটি গানের ট্রেলার প্রকাশিত হয়েছে শুক্রবার (২৮ অক্টোবর)। গানটি গেয়েছে খুদে শিল্পী অরুণা দাস। জানা গেছে, এই সিনেমায় অরুণার গাওয়া গানটি কুমার শানুর হৃদয় ছুঁয়েছে।

আরও পড়ুন -  Brazil Fans In Bangladesh: টুইটারে ফিফার পোস্ট, বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের নিয়ে

অরুণা ‘দাদাভাই’ শিরোনামের গানটি গেয়ে এরই মধ্যে তুমুল আলোচনায়। অরুণার গানের শুধু প্রশংসা করেই ক্ষান্ত হননি কুমার শানু। তার কণ্ঠের প্রশংসা করে একটি ভিডিও পোস্টও করেছেন তিনি।

ভিডিওতে কুমার শানু প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘গানটা ভীষণ সুন্দর গেয়েছে আমাদের অরুণা দাস। ওর সম্পর্কে আমি বলেছিলাম ও খুব বড় সিঙ্গার হবে।

আরও পড়ুন -  Denmark: শপিংমলে বন্দুক হামলা ডেনমার্কে, বহু হতাহতের আশঙ্কা

আমার খুব ভালো লাগল। আমি জানি না ছবিতে কোন পরিস্থিতিতে এই গানটা ব্যবহার করা হয়েছে। মনে হচ্ছে ভীষণ আবেগঘন পরিস্থিতিটা। ছুঁয়ে যাওয়ার ব্যাপার আছে। সেই জন্য শিবপ্রসাদ দাকে ধন্যবাদ দেব। অরুণাকে সুযোগ দেওয়ার জন্যও ওকে অনেক ধন্যবাদ। অরুণা আরও ভালো কাজ করবে।’

আরও পড়ুন -  জনপ্রিয় একটি মিষ্টি, মতিচুর লাড্ডু

কুমার শানুর পাশাপাশি অরুণার গানের প্রশংসা করেছেন, আরেক খ্যাতিমান শিল্পী জয় সরকার। তিনি অরুণার গান শুনে আবেগাপ্লুত হয়েছেন।

উল্লেখ্য, ‘হামি-২’ ছবিটি পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। ছবিঃ সংগৃহীত।