31 C
Kolkata
Tuesday, May 14, 2024

Women’s Asia Cup: নারীদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত

Must Read

এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে ভারত নারীদের এশিয়া কাপে শ্রীলঙ্কাকে উড়িয়ে। শুরুতে বোলিং করে লঙ্কানদের ৬৫ রানে গুটিয়ে দেয় ভারতের বোলাররা।

লক্ষ্যতাড়া করতে নেমে ৮ উইকেট ও ৬৯ বল বাকি রেখেই জয়ের দেখা পেয়েছেন স্মৃতি-শেফালিরা।  সপ্তমবারের মতো এশিয়া সেরার মুকুট নিজেদের করে নিয়েছে ভারত।

শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। স্মৃতি মান্ধানার ২৫ বলে ৫১ রানের ঝড়ো ইনিংসে ৬৬ রানের লক্ষ্য তাড়াকে সহজ করে দিয়েছে ভারতের কাছে।

আরও পড়ুন -  Gold Price Today: সোনার দামে কি হেরফের ঘটল! কলকাতায় বাজারদর কত?

সিলেটের মন্থর উইকেটে টস জিতে শুরুতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার নারীরা। ৮ রানে চামারি আতাপাত্তু রান আউট হয়ে সাঝঘরে ফেরেন। স্কোরবোর্ডে মাত্র এক রান যোগ করতেই আরও ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় লঙ্কানরা। এক পাশ আগলে লড়াইয়ের চেষ্টা করেছিলেন অশাধি রানাসিংয়ে। ১৩ রানের বেশি করতে পারেননি। ৩২ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। শেষদিকে ইনুকা রানাওয়েরার অপরাজিত ১৮ রান করে কোনোমতে ৬৫ রান করে শ্রীলঙ্কা।

আরও পড়ুন -  পালসার সিরিজের নতুন বাইক পালসার N150 বাজাজ লঞ্চ করলো, দাম মাত্র ১.১৮ লক্ষ টাকা

ভারতের হয়ে রেনুকা সিং সর্বোচ্চ ৩ উইকেট নেন। রাজেশ্বরী গায়কোয়াড় ২টি ও স্নেহ রানা ১টি উইকেট নেন।

৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলেন ওপেনার স্মৃতি মান্ধানা। দলীয় ৩২ ও ৩৫ রানে ২ উইকেট হারালেও আঁচ আসতে দেননি বাঁহাতি এই ব্যাটার। ৮ ওভার ৩ বলে ৮ উইকেট হাতে রেখে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ভারতের অধিনায়ক হারমানপ্রীত কর ১৪ বলে ১১ রানে অপরাজিত ছিলেন। ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  Google: গুগলকে মোটা অঙ্কের জরিমানা করলো ভারত, এক সপ্তাহে দ্বিতীয়বার

Latest News

Dance Video: সুনিতা বেবি খুব টাইট পোশাকে স্টেজ কাঁপিয়ে দিলেন তার পারফর্মেন্স দিয়ে

Dance Video: সুনিতা বেবি খুব টাইট পোশাকে স্টেজ কাঁপিয়ে দিলেন তার পারফর্মেন্স দিয়ে।  হরিয়ানভি নাচ: হরিয়ানা, ভারতের উত্তরের একটি রাজ্য, তার...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img