এশিয়া কাপের সুপার-৪ এর উত্তেজনামূলক ম্যাচে গতকাল পাকিস্তানের কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছে ভারত।
টসে হেরে প্রথমে ব্যাটিং করে ভারত নির্ধারিত ওভারের ১৮১ রানের বিশাল লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হলেও বল হাতে ভারতীয় পেসারদের ব্যর্থতার কারণে ৫ উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিতে সক্ষম হয় পাকিস্তান। ম্যাচ ভারতের অনুকূলে থাকলেও ১৯তম ওভারে সমস্ত পরিসংখ্যান পাল্টে যায়। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পরাজয়ের পেছনে সবচেয়ে বড় খলনায়ক হিসেবে উঠে এসেছে ভারতের তারকা ক্রিকেটার ভুবনেশ্বর কুমারের নাম।
মনে করা হচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে চরম ফ্লপ হওয়ার পর জাতীয় দল থেকে বাদ পড়তে পারেন। চলতি এশিয়া কাপে ভারতীয় দলের জন্য একমাত্র তারকা পেসার তিনি। তবে পাকিস্তানের বিরুদ্ধে তার হতাশা জনক পারফরমেন্স তার ক্যারিয়ার ধ্বংসের মুখে নিয়ে যেতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
ম্যাচ যখন ভারতের হাতে তখন ১৯তম ওভারে এসে বেপরোয়া বোলিং করেন ভুবনেশ্বর কুমার। ওই ওভারে ১৯ রান খরচ করে ম্যাচ পাকিস্তানের হাতে তুলে দেন তিনি।
সুপার-৪ এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ৪ ওভার বোলিং করে ৪০ রান খরচ করে একটি মাত্র উইকেট দখল করেন ভুবেনশ্বর কুমার। মনে করা হচ্ছে, আসন্ন দিনে ভারতীয় দল থেকে বাদ পড়তে পারেন তিনি। আপনাদের জানিয়ে রাখি, ভুবনেশ্বর কুমার ইতিমধ্যেই টেস্ট ও ওয়ানডে দল থেকে ছিটকে গেছেন।