Finland: হিলারির সমর্থন, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীকে, সমালোচনা হচ্ছে নাচ নিয়ে

Published By: Khabar India Online | Published On:

নাচের কারণে সমালোচনার মুখে পড়া ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিনের পক্ষে সমর্থন জানিয়েছেন প্রাক্তন  মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

এএফপির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

মারিনকে সমর্থন জানিয়ে টুইটারে পোস্ট করেছেন হিলারি। এছাড়া নিজের নাচের একটি ছবিও পোস্ট করেছেন তিনি।

আরও পড়ুন -  উন্নয়নে আগ্রহী ১১৫টি জেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে গুরুত্ব দিয়েছেন গড়করি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সান্না মারিন ও তার বন্ধুদের একটি পার্টিতে নাচতে ও গাইতে দেখা যায়। ভিডিওটি প্রকাশিত হওয়ার পর বিরোধী দলগুলোর সমালোচনার মুখে পড়েন মারিন।

৩৬ বছর বয়সী এই প্রধানমন্ত্রীর অধিকার আছে তার বন্ধুদের সঙ্গে ব্যক্তিগত পার্টিতে অংশগ্রহণের। এবার যোগ দিয়েছেন হিলারি ক্লিনটনও।

আরও পড়ুন -  Imran Khan: নির্বাচনের দিনতারিখ ঘোষণা করতে হবে, পিটিআই চেয়ারম্যান ইমরান খান

গতকাল রবিবার ওই টুইটার পোস্টে সান্না মারিনকে ট্যাগ করে হিলারি লিখেছেন, ‘নাচতে থাকুন’।

হিলারির ওই টুইটার পোস্টের সঙ্গে একটি ছবিও আছে। সেখানে একটি জনাকীর্ণ ক্লাবের ভেতরে মুখ ভরা হাসি নিয়ে হিলারিকে নাচতে দেখা গেছে। ছবিটি ২০১২ সালে হিলারির কলম্বিয়া সফরে তোলা। তখন তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।

আরও পড়ুন -  Drug Case: NCB-কে কি বললেন অভিনেত্রী অনন্যা ?

 হিলারির সেই টুইটার পোস্টের জবাব দিয়ে পাল্টা টুইট করেছেন মারিন। সেখানে তিনি হিলারি ক্লিনটনকে ট্যাগ করেন এবং হার্ট ইমোজি দিয়ে লিখেছেন, আপনাকে ধন্যবাদ।