35 C
Kolkata
Thursday, May 16, 2024

ডাল বাটা দিয়ে, রূপচর্চা করলে মিলবে উপকার

Must Read

রূপচর্চায় ডাল বাটা দিয়ে অনেকে ব্যবহার করেন।  আগে বাজারে নানা প্রকার প্রসাধনী পাওয়া যেত না, তখন বহু বাড়িতেই মেয়েরা ডাল বেটে রেখে দিতেন। স্নানের আগে বাড়ির মেয়েরা সেই ডাল বাটা মেখে কিছুক্ষণ রেখে তার পর ধুয়ে ফেলতেন।

আরও পড়ুন -  সজনে ফুলে রয়েছে নানা স্বাস্থগুণ, খেতে পারেন

  • মুসুর ডালঃ  এই ডাল মাখার চল সবচেয়ে বেশি ছিল। মৃত কোষ তোলে। ত্বকের দাগছোপ সাফ করার ক্ষেত্রে বেশ কার্যকর। নিয়মিত মুসুর ডাল বেটে লাগালে ব্ল্যাক হেড্‌সও উঠে যায়।
  •  মুগ ডালঃ  কাঁচা মুগ ডাল ত্বকের উপর জমে থাকা মৃত কোষ তুলতে দারুন কাজ করে। তার সঙ্গে আর্দ্র রাখে ত্বককে। নিয়মিত কাঁচা মুগ ডাল বেটে মাখলে মসৃণ ও উজ্জ্বল থাকে ত্বক। ডাল বাটা নিয়মিত মাখলে মুখের লোমও অনেকটা কমে যায়।
  • বিউলির ডালঃ  ত্বকে বিভিন্ন ধরনের পুষ্টিকর উপাদানের জোগান দেয়। ব্রণর সমস্যা থাকলে নিয়ম করে বিউলির ডাল বাটা মেখে দেখুন। ব্রণর সমস্যা কমে। ব্রণর দাগও উঠে যাবে।
আরও পড়ুন -  উড়ান প্রকল্পের আওতায় হায়দ্রাবাদ-নাসিকের মধ্যে স্পাইস জেটের বিমান পরিষেবার সূচনা

Latest News

Web Series: শরীরের খিদে মিটাতে শ্বশুরের কাছে এলেন এই গৃহবধূ, যদি একলা থাকেন তাহলে এই ওয়েব সিরিজ

Web Series: শরীরের খিদে মিটাতে শ্বশুরের কাছে এলেন এই গৃহবধূ, যদি একলা থাকেন তাহলে এই ওয়েব সিরিজ।  Web Series টি...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img