Shefali Jariwala: কাঁটা লাগা গার্ল শেফালি, হট অবতারে, ভক্তদের হুঁশ ওড়ালেন

Published By: Khabar India Online | Published On:

‘কাঁটা লাগা’-র রিমিক্সে লো ওয়েস্ট জিনস পরে নজর কেড়েছিলেন শেফালি জরিওয়ালা (Shefali Jariwala)-র জনপ্রিয়তা। ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল অন্তর্বাস। পরে শেফালি জানিয়েছিলেন, জিনসটি তৈরি করার সময় তাঁর ডিজাইনার ঠিকঠাক মাপ না নেওয়ার ফলে এই কান্ড ঘটে। কিন্তু সেটাই হয়ে উঠেছিল ফ্যাশন। এরপর বলিউডে বেশ কয়েকটি ফিল্মে অভিনয় করলেও সেভাবে জনপ্রিয়তা পাননি শেফালি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তিনি যথেষ্ট অ্যাকটিভ।

আরও পড়ুন -  Satyajit Roy Birth Anniversary: স্মৃতিচারণ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ‘দরজাটা খুললেন মানিক জেঠু’

সোশ্যাল মিডিয়ায় শেফালির শেয়ার করা ছবিতে তাঁর পরনে রয়েছে সবুজ রঙের হাই থাই স্লিটেড গাউন। গাউনের স্লিভ স্প্যাগেটি। গাউনটি সামান্য ডিপ নেক। সমগ্র গাউন জুড়ে রয়েছে বিভিন্ন রঙের পাখি, ফুল, লতা-পাতার কারুকার্য।

আরও পড়ুন -  টলি তারকাদের একহাত নিলেন অনামিকা সাহা

এই গাউনের সাথে হাতে দুটি আংটি পরেছেন শেফালি। কানে পরেছেন ছোট ইয়ারিং। চুল ওয়েভি সেটিং করে খোলা রেখেছেন তিনি। মুখে রয়েছে অত্যন্ত হালকা মেকআপ। একটি অফ হোয়াইট রঙের সোফায় বসে ছবিগুলি তুলেছেন শেফালি।

আরও পড়ুন -  বাংলা নববর্ষে একটা রেসিপি, বিয়ে বাড়ি স্টাইলের ঢাকা চিকেন

শেফালির পরনের পোশাকটি ‘দ্য বুজি বাটন’ ক্লোদিং ব্র্যান্ডের। ছবিগুলি শেয়ার করে ক্যাপশন দিয়ে শেফালি লিখেছেন, যখন চোখে চোখে কথা হয়, তখন পৃথিবীটাই পরিবর্তিত হয়ে যায়। শেফালির অনুরাগীদের অত্যন্ত পছন্দ হয়েছে তাঁর ছবিগুলি।