Arpita Mukherjee: পার্থ-অর্পিতা, মুখোমুখি বসিয়ে জেরা

Published By: Khabar India Online | Published On:

 ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিসেস কমিশন (WBSSC) নিয়োগ কেলেঙ্কারিতে জড়িয়েছেন প্রাক্তন ও বহিষ্কৃত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার বিশেষ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। ৫০ কোটি টাকা সহ, প্রচুর বেনামী সম্পত্তি, গাড়ি, বাড়ি, সোনা উদ্ধার হয়েছে। ইডি তল্লাশি চালিয়ে সমস্ত টাকা উদ্ধার করেছে এবং পার্থ ও অর্পিতা ১০ দিনের ইডি হেফাজতে থাকে। তাদের আলাদা আলাদা জেরা হয়।

আরও পড়ুন -  India-Bangladesh Test Series: ৩১৪ রানে অলআউট ভারত, সাকিব-তাইজুলের ঘূর্ণিতে

এখনও পর্যন্ত জেরায় উঠে এসেছে দুটি তথ্য। পার্থ চট্টোপাধ্যায় বলেন যে তিনি ষড়যন্ত্রের শিকার এবং অর্পিতা বলেন যে ওই টাকা আমার নয়। পার্থ বাবুর লোকেরা টাকা রেখে যেত, আমার ধরা বারণ ছিল। এরপরেই অর্পিতা নতুন করে বলেন, সময় হলে সব জানতে পারবেন।

আরও পড়ুন -  Arpita Mukherjee: সব কিছু শেষ আমারঃ অর্পিতা মুখোপাধ্যায়

যেহেতু এই দুই ব্যক্তি ইডি হেফাজতে রয়েছে, তাই তাদের জিজ্ঞাসাবাদের বিস্তারিত জানা সম্ভব নয়। আজ, অর্থাৎ শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় এবং তার সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়কে বিশেষ PMLA আদালতে হাজির করবে ইডি। চলবে মুখোমুখি বসিয়ে জেরা।

আরও পড়ুন -  Trina Saha: লাস্যময়ী তৃণা, পিঠ খোলা নীল পোশাকে