Actress Bipasha Bose: অভিনেত্রী বিপাশা বসু মা হচ্ছেন !

Published By: Khabar India Online | Published On:

 বিপাশা বসু মা হতে চলেছেন। এই সংবাদে উচ্ছ্বসিত বাঙালি কন্যার অনুরাগীরা। আগেও অবশ্য বহুবার বিপাশার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়েছিলো।

 এবার আর গুঞ্জন নয়, সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বিপাশা বসুর অন্তঃসত্ত্বা হওয়ার খবর তার পরিবার সূত্রেই জানা গেছে। খুব শীঘ্রই বাবা-মা হওয়ার খবর বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার অনুরাগীদের সঙ্গে এই সুখবর ভাগ করে নেবেন।

২০১৫ সালে ভূষণ প্যাটেলের ছবি ‘অ্যালন’-একসঙ্গে অভিনয় করেন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। সেখান থেকেই বন্ধুত্ব এবং প্রেম। ২০১৬ সালে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। বিয়ের ৬ বছর পর মা হতে চলার সুখবর শোনালেন বঙ্গ তনয়া বিপাশা।

আরও পড়ুন -  টুইটারের পাখি উড়ে গেলো, এলো নতুন লোগো এক্স

এবছর ষষ্ঠ বিবাহবার্ষিকীতে স্বামী করণের উদ্দেশ্যে বিপাশা লিখেছিলেন, ‘আমার চোখে মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য তোমায় ধন্যবাদ। যেদিন প্রথম তোমার সঙ্গে দেখা হয়েছিল, তারপর থেকে আজ পর্যন্ত কোটি কোটিবার উজ্জ্বল হয়ে উঠেছি।’

আরও পড়ুন -  শিল্পার শেট্টির বাড়ি থেকে ৭০টি পর্ন ভিডিও পাওয়া গেছে, ফাঁস হচ্ছে সব

 ইনস্টাগ্রামে করণ সিং গ্রেভারও বিয়ের ভিডিয়ো পোস্ট করে বিপাশার উদ্দেশ্যে লেখেন, ‘আমার হওয়ার জন্য এবং আমাকে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান, সুখী এবং সবচেয়ে প্রিয় ব্যক্তি করার জন্য তোমকে ধন্যবাদ!’ করণ আরও লেখেন, ‘আমি প্রতি রাতে ঘুমতে যাই এই ভেবে যে আমি সম্ভবত তোমাকে আর ভালবাসতে পারব না। তারপর সকালে ঘুম থেকে উঠে অনুভব করি, গত রাতে আমি কতটা নির্বোধের মতো একথা ভেবেছিলাম। আমি অবশ্যই তোমাকে এখনও অনেক বেশি ভালবাসি! এটা একটা দুষ্ট চক্র! শুভ ষষ্ঠী বিবাহবার্ষিকী আমার ভালবাসা!’

আরও পড়ুন -  T20 WC 2024: ২০ দলে আয়োজিত হবে t20 বিশ্বকাপের আসর, ১৬ দলের বদলে, ICC খসড়া প্রকাশ করলো

শেষবার করণ সিং গ্রেভারকে ওয়েব সিরিজ ‘কবুল হ্যায় ২.০’-তে দেখা গিয়েছিল। আর বিপাশা অভিনয় করেন ক্রাইম থ্রিলার ‘ডেঞ্জারাস’।

 খুব শীঘ্রই মা হবেন সোনম কাপুর ও আলিয়া ভাট। এর মাঝেই বিপাশার অন্তঃসত্ত্বা হওয়ার খবর মিলল। সূত্রঃ জি নিউজ।