টেলিছবি “প্লট”-এর সুটিং চলছে

Published By: Khabar India Online | Published On:

সত্যজিৎ চক্রবর্তী, কলকাতাঃ   বই পাড়ার আশেপাশে টেলিছবি “প্লট”-এর সুটিং চলছে। কলকাতা, বৃহস্পতিবার ২রা জুন, বই পড়ার সুটিং, রেওয়া ফিল্ম ও স্বস্তি ফিল্ম প্রযোজিত এবং নির্মাল্য বিশ্বাস পরিচালিত বাংলা টেলিছবি “প্লট”-এর সুটিং কলেজ স্ট্রীট বাটার কাছে প্রশান্ত কুমার পাল এবং শোভা পালের বাড়িতে। টেলিছবিটির কাহিনী-চিত্রনাট্য ও সংলাপ নির্মাল্য বিশ্বাস, সহযোগী পরিচালক আদিত্য দাস ও সুদীপ নাগ।

আরও পড়ুন -  শ্যুটিংয়ে নেই কোনো নিরাপত্তা, টলিপাড়ার সচেতনতা নিয়ে প্রশ্ন তুললেন ‘শ্রীময়ী’ অর্থাৎ ইন্দ্রানী হালদার, করোনা নিয়ে

ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মলয় রায়, প্রিয়াংকা দে, সুদীপ্তা, বিজলী, মানিক সিংহ, সুদীপ নাগ, প্রদীপ মজুমদার ও নির্মাল্য বিশ্বাস।

ফিল্মে একটা গান আছে গায়িকা জয়িতা বল চ্যাটার্জী। সিনেমাটোগ্রাফার চন্দন দেবনাথ এবং সম্পাদনা বিশাল বিশ্বাস।

আরও পড়ুন -  Ananya Panday: অনন্যা পান্ডে, স্তন এর জন্য কটাক্ষের শিকার, ‘ক্লিভেজ কই?’

পরিচালক, নির্মাল্যবাবুর আশা করেন এই ছবি দেশ-বিদেশের ফিল্ম ফেস্টিভেলে প্রদর্শিত হবে। ভবিষ্যতে দুরদর্শনে দেখাতে পারে।

সারাংশ : একজন লেখকের একটি ম্যাগাজিন প্রকাশ করার গল্প নিয়ে ফিল্মের কাহিনী। লেখকের সেই স্বপ্ন কি পূরণ হবে। জানতে হলে অবশ্যই দেখতে হবে পর্দায় “প্লট”।

আরও পড়ুন -  পরীরা হার মেনে যাবেন রবীনা ট্যান্ডনের মেয়ের সৌন্দর্য্যের কাছে, টেক্কা দিতে পারে বলি অভিনেত্রীদের