28 C
Kolkata
Saturday, May 18, 2024

Leopard Attack: চিতাবাঘের আক্রমণে জখম হল এক মহিলা চা শ্রমিক

Must Read

নিজস্ব সংবাদদাতা, নাগরাকাটাঃ   শুক্রবার দুপুরে নাগরাকাটার গ্রাসমোড় চাবাগানে চিতাবাঘের আক্রমণে জখম হল এক মহিলা চা শ্রমিক। এঘটনায় ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে এদিন দুপুর ১২ টা নাগাদ ৪ নং লাইনের বাসিন্দা ললিতা মির্ধা ৪০ বছরের ঐ চাবাগানের জিএম ফোর এ,সেকশনে চাপাতা তোলার কাজ শেষ করে নিজের ব্যাগ নিতে চাবাগানে ঢুকেছিল।

আরও পড়ুন -  Married Men: বিবাহিত পুরুষই পছন্দ, সারা আলি খানের !

সেই সময় আচমকাই পিছন দিক থেকে তার উপর চিতাবাঘ ঝাপিয়ে পড়ে। ললিতা দেবি পড়ে যান। অনান্য শ্রমিকেরা তখন ভয় পেয়ে পালিয়ে যায়। চিতাবাঘটি তাকে আচড় দিয়ে চিতাবাঘটিও পালিয়ে যায়। চিতাবাঘ পালিয়ে গেলে অনান্যরা এসে ললিতা দেবিকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

আরও পড়ুন -  দুর্ঘটনার কবলে খড়কুটো খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র, পায়ে আঘাত, এখন পায়ে ব্যান্ডডেজ

Latest News

Post Office Scheme: সুরক্ষায় দুর্দান্ত লাভজনক এই স্কিম পড়ুন, রোজ ১৮ টাকা রাখলে পাবেন ৩ লক্ষ টাকা, শিশু সুরক্ষায় লাভজনক স্কিমটি

Post Office Scheme: সুরক্ষায় দুর্দান্ত লাভজনক এই স্কিম পড়ুন, রোজ ১৮ টাকা রাখলে পাবেন ৩ লক্ষ টাকা, শিশু সুরক্ষায়...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img