37 C
Kolkata
Thursday, May 16, 2024

Smoking: বদঅভ্যাস ছাড়ার কৌশল ধূমপানের

Must Read

‘ধূমপান স্বাস্থ্যের জন্য় ক্ষতিকর’ এই কথাটি জানা সত্ত্বেও ধূমপান করে থাকেন প্রায় সকলে। ধূমপান একপ্রকার নেশা। যা থেকে নিজেকে দূরে সরাতে পারছেন না। এতে ক্ষতি হচ্ছে আপনার নিজের। শুধু নিজেরই নয়, পাশাপাশি পরিবারের এবং ধূমপানের সময় আপনার পাশে থাকা মানুষটিরও ক্ষতি করছেন। তামাক মূলত হৃৎপিণ্ড, লিভার ও ফুসফুসকে আক্রান্ত করে। ধূমপান ক্যান্সার, স্ট্রোক, ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয় বহুগুণ। তাই নিজেকে এই ভয়াবহ অবস্থায় না ঠেলে দিতে চাইলে এখনি বের হয়ে আসতে হবে এই বদঅভ্যাস থেকে। তবে অনেকেই এই বদঅভ্যাস ছাড়তে চাচ্ছেন কিন্তু অভ্যাসে পরিণত হওয়ার কারনে পারছেন না।
তাই আসুন আজ আমরা জানি কি ভাবে ছাড়তে হবে।

আরও পড়ুন -  Big Decisions: ব্যক্তিগত জীবন নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন শ্রীলেখা

১)  ধূমপানের নেশা কমাতে চুইংগাম চিবালে কমতে পারে। যখনই ধূমপান করতে ইচ্ছে হবে তখনই মুখে চুইংগাম রাখুন।

২)  সবসময় আদা রাখুন। আদা খেলেও ধীরে ধীরে ধূমপানের প্রতি আকর্ষণ কমবে।

আরও পড়ুন -  আসানসোল পৌরনিগম নির্বাচনী প্রচারে, তৃণমূল পদ প্রার্থী আইনজীবি তপন ব্যানার্জি

৩)  ধূমপানের ক্ষতিকর দিকগুলো নিয়ে একটু চিন্তা করতে হবে। কি কি ভয়াবহ রোগের সৃষ্টি হয় এই জিনিস ব্যবহার করলে।

৪)  প্রচুর জল পান করুন। জল ধূমপানের কারনে শরীরে জমে থাকা নিকোটিন বের করে দিতে সাহায্য করে।

৫)  চিকিৎসকের কাছে উপযুক্ত কাউন্সিলিং করতে যেতে পারেন। এতে করে বদঅভ্যাস থেকে বের হবেন।

আরও পড়ুন -  রচনা তিওয়ারি হট ডান্স করে ফ্যানদের নিয়ন্ত্রণহীন করলেন, ভিডিও ভাইরাল

৬)  নিজেকে সবসময় ব্যস্ত রাখুন যাতে করে ধূমপানের নেশা মনে না আসে। এর জন্য নিজেকে কাজে ব্যস্ত বন্ধুদের সাথে আড্ডা দিন, গল্পের বই পড়ুন অথবা যে কাজ করতে আপনার ভালো লাগে সেই কাজ গুলো করুন।

৭) বেশি করে ভিটামিন এ, সি ও ই সমৃদ্ধ খাবার খান।

Latest News

Post Office Scheme: নিয়মে এলো কড়াকড়ি, এই কাজটি না করা হলে বন্ধ হয়ে যাবে পোস্ট অফিসের স্কিম

Post Office Scheme: নিয়মে এলো কড়াকড়ি, এই কাজটি না করা হলে বন্ধ হয়ে যাবে পোস্ট অফিসের স্কিম।  মানুষ ঝুঁকিহীন বিনিয়োগে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img