Actress Rani Chatterjee: অন্তরঙ্গ দৃশ্যে ঘাম ঝরিয়েছে ভক্তদের, অভিনেত্রী রানী চ্যাটার্জি

Published By: Khabar India Online | Published On:

 জনপ্রিয়তা পাচ্ছে বিভিন্ন ভোজপুরি তারকাদের সিনেমা বা মিউজিক ভিডিও। ভারতের মধ্যে ভোজপুরি ইন্ডাস্ট্রি নতুন করে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে। বেশ কয়েকজন তারকাদের অভিনয় দক্ষতা ভোজপুরি ইন্ডাস্ট্রিকে যেন নতুনভাবে উজ্জীবিত করে তুলেছে। এই ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম একজন হিট অভিনেত্রী হলেন রানি চ্যাটার্জী। 

 সাহসী স্টাইল এর জন্য ব্যাপক জনপ্রিয় অভিনেত্রী রানী চ্যাটার্জী। অভিনয়ের ক্যারিয়ারে খুব একটা বড় নামডাক না করতে পারলেও রানি চ্যাটার্জী সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন। তিনি ‘মাস্তরাম’ ওয়েব সিরিজে একটি সাহসী দৃশ্যে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। অভিনেত্রী রানী চ্যাটার্জী অভিনেতা অংশুমান ঝাঁয়ের সাথে একাধিক অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন যা দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছে সকলেই।

আরও পড়ুন -  ইউপি-বিহার রানি চ্যাটার্জির ঠুমকা লুট করছে, অভিনেত্রীর ঘাঘরা চোলি ড্যান্স ভাইরাল VIDEO

এই ওয়েব সিরিজের রানি চ্যাটার্জি একটি ছোলা বিক্রেতা মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। পুরো শরীর জুড়ে তিনি একটি আঁটোসাঁটো চানিয়া চোলি পরেছিলেন যাতে তাঁর শরীরী ভাঁজ ছিল সুস্পষ্ট। একটি দৃশ্যে বাসের মধ্যে অভিনেতা অংশুমান ঝাঁয়ের সাথে অ্যাডাল্ট সিন শুট করেছিলেন তিনি যা এখনও অব্দি সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে ব্যাপক জনপ্রিয়। তবে জানা গিয়েছে অত্যন্ত কম পোশাকে মানালির প্রচণ্ড ঠান্ডায় ওই শুট করা হয়েছিল।

আরও পড়ুন -  বিজেপি প্রার্থী ডাক্তার অজয় পোদ্দার এর সমর্থনে জনসভা করলেন বিহারের শিল্পমন্ত্রী সানবাজ হোসেন

এক সাক্ষাৎকারে, অভিনেত্রী রানী চ্যাটার্জী বলেছিলেন, “আমি ঠান্ডায় কাঁপছিলাম, তবুও আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। মাইনাস ৫ ডিগ্রী তাপমাত্রায় এমন ছোটখাট পোশাক পরে শুটিং করা প্রায় অসম্ভব ছিল।” প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালে Mx Player এ মাস্তরাম ওয়েব সিরিজটি রিলিজ করেছিল। অ্যাডাল্ট ওয়েব সিরিজ দুনিয়াতে এর সাফল্য সত্যিই মনে রাখার মত।

আরও পড়ুন -  ভোজপুরি নায়িকা রানি চ্যাটার্জীর অভিযোগ সাজিদের বিরুদ্ধে, ‘স্তনের মাপ কত’?