Weather Report: মানুষকে সতর্কবার্তা হাওয়া অফিসের

Published By: Khabar India Online | Published On:

 বৃষ্টির নানা পূর্বাভাস দিলেও এখন কোন আশার আলো দেখাচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কোন সম্ভাবনাই নেই। এই কথাই স্পষ্ট জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক। কোনও আশার কথা শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন -  Summer: গরমকালে শিশুদের জলের ভারসাম্য বজায় রাখতে এই খাবার দিন

গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই। দমদমে চল্লিশের গণ্ডি পার করে ফেলেছিল। তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই আরও বাড়তে পারে। আর মে মাস অবধি কোন বৃষ্টির সম্ভাবনা দেখছেন না আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস

আরও পড়ুন -  Bengal Weather Report: তাপমাত্রা হু হু করে বাড়বে, ৪০ ডিগ্রির পারদ পেরবে

অসহ্য গরমে মানুষের অবস্থা রীতিমতো বিধ্বস্ত। এই অস্বস্তিকর গরমে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। বেড়ে যাচ্ছে হিট স্ট্রোকের সম্ভাবনা। আর এরই মধ্যে বঙ্গবাসীকে সতর্ক করে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা, জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন -  অষ্টম বেতন কমিশনে ৩৫% পর্যন্ত বেতন ও ভাতা বৃদ্ধির সম্ভাবনা! সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য

তাপপ্রবাহের সর্তকতা জারি করে রাজ্যবাসীকে সুস্থ থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।