পূর্বাঞ্চলীয় শহরগুলোতে রুশ হামলা, ইউক্রেন, নিহত ৩

Published By: Khabar India Online | Published On:

ইউক্রেনে পূর্বাঞ্চলীয় শহরগুলোতে রুশ হামলায় নতুন করে তিনজন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন।

ইউক্রেনের জরুরি সেবা কর্তৃপক্ষের দেওয়া প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার খারকিভ ও ক্রামাতোৎস্ক শহরে এসব হামলা হয়।

আরও পড়ুন -  ইউক্রেনের ফার্স্ট লেডিঃ পয়সা গুনছে ব্রিটিশরা, আমরা গুনছি লাশ

শুক্রবার সকালে পূর্বাঞ্চলীয় শহর খারকিভে একটি ৯ তলাবিশিষ্ট পাঠদানকেন্দ্রে গোলা হামলা হয়। এতে একজন নিহত ও ১১ জন আহত হয়। ধ্বংসস্তূপে চাপা পড়েছে একজন।

আরেক পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতোৎস্কেও গোলা হামলা হয়েছে। এক অনলাইন পোস্টে শহরটির গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেছেন, হামলায় দুজন নিহত ও ছয়জন আহত হয়েছে।

আরও পড়ুন -  Bhojpuri Song: নিরহুয়া মধুচন্দ্রিমায় আম্রপালি ও কাজলের সাথে, ভাইরাল হলো ভিডিও

এদিকে পশ্চিমাঞ্চলীয় লিভিভ শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শহরটির মেয়র দাবি করেছেন, বিমানবন্দরের পাশের একটি ভবনে এ হামলা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, আজ সকালে লিভিভ শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বিমানবন্দর এলাকায় ধোঁয়া উড়তে দেখা গেছে বলেও উল্লেখ করা হয়। কেউ কেউ আবার বলেছিল, বিমানবন্দরেই হামলা হয়েছে।

আরও পড়ুন -  MS Dhoni: ক্রিস গেইল ধোনির উদ্দেশ্যে বার্তা দিলেন, ‘লং লিভ দ্য লিজেন্ডস’, ভাইরাল ছবি