33 C
Kolkata
Thursday, May 2, 2024

সাত ঘন্টা চেষ্টার পর, গাছ থেকে নামানো গেল চিতাবাঘ!

Must Read

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ   অবশেষে দীর্ঘ সাত ঘন্টা চেষ্টার পর গাছ থেকে নামানো গেল চিতাবাঘ।

বৃহস্পতিবার ধুপগুড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এক গৃহস্থের বাড়িতে জামগাছে চিতাবাঘ দেখতে পাওয়া যায়। সকাল থেকেই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে বনদপ্তর, পুলিশ, ধুপগুড়ি পৌরসভা, ব্লক প্রশাসন, দমকল বাহিনীর সকল ঘটনাস্থলে আসে। তবে ঘুমপাড়ানি গুলি করেও যেন বাগে আনা যাচ্ছিল না চিতাবাঘ টিকে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে প্রথম দুটি ঘুমপাড়ানি গুলি গাছের ঝোপের লেগে যায়। এমনকি দমকল বাহিনীর জল দিয়েও চিতাবাঘ থেকে নীচে নামানোর চেষ্টা করা হয়। কিন্তু সেটাও ব্যর্থ হয়। বনদপ্তরের একটি ঘুমপাড়ানি গুলি গায়ে লাগে। তবুও গাছের ডালে চিতাবাঘ টি আটকে যায় শেষ পর্যন্ত বনদপ্তর এর দুজন কর্মী মই বেয়ে গাছে উঠে বাঁশের খোঁচায় চিতাবাঘ থেকে নিচে নামিয়ে আনে তার পরই তড়িঘড়ি চিতা বাঘের খাঁচায় বন্দী করে লাটাগুড়ি নিয়ে যাওয়া হয় ।

আরও পড়ুন -  Short Film: এই গল্পে উত্তেজনা ধরে রাখা মুশকিল, একলা দেখে উপভোগ করুন এই শর্ট ফিল্মটি

Latest News

Bhojpuri: স্বপ্না চৌহানের সঙ্গে জমজমাট রোমান্স করলেন খেসারি লাল যাদব, ভিডিও হয়ে গেল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Bhojpuri: স্বপ্না চৌহানের সঙ্গে জমজমাট রোমান্স করলেন খেসারি লাল যাদব, ভিডিও হয়ে গেল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।  ভোজপুরী ভিডিও সং। সংস্কৃতি, ঐতিহ্য...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img