32 C
Kolkata
Thursday, May 16, 2024

রুশপন্থী বিদ্রোহীদের ওপর ফের গোলাবর্ষণ, ইউক্রেনে

Must Read

ইউক্রেনের সরকারি বাহিনী দেশটির পূর্বাঞ্চলে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের ওপর আবারও গোলাবর্ষণ করেছে।
রাশিয়া ইউক্রেনে একটি আগ্রাসন চালাতে পারে- এমন শঙ্কার মধ্যে যুদ্ধবিরতি ভেঙ্গে ইউক্রেনের সরকারি বাহিনী এ হামলা চালায়।

রুশপন্থী ওই বিদ্রোহীরা দোনেস্ক পিপলস রিপাবলিক নামে পরিচিত। স্থানীয় সময় শুক্রবার সকালে ইউক্রেনের বিদ্রোহী অধ্যুষিত গ্রাম পেট্রিভস্কিতে এ গোলাবর্ষণের ঘটনা ঘটে।

আরও পড়ুন -  Afghanistan: পুলিশ প্রধানসহ নিহত ৩, আফগানিস্তানে গাড়িবোমায়

রাশিয়ার বার্তাসংস্থা ইন্টারফ্যাক্সের আল জাজিরা এ খবর জানিয়েছে।

এ পরিস্থিতি তথাকথিত লুহানস্ক পিপলস রিপাবলিকও দাবি করেছে, তাদের ওপরও বেশ কয়েকটি মর্টার হামলা হয়েছে।

অপরদিকে ইউক্রেন সরকার বলছে, শুক্রবার আর্টিলারি বা মর্টার দিয়ে চারবার হামলা চালিয়েছে বিদ্রোহীরা।

আরও পড়ুন -  পানীয় জলের কানেকশনের টাকা দিয়েও জল নেই কলে!

গত আট বছর ধরে ইউক্রেনের দোনবাস এলাকায় যুদ্ধে লিপ্ত বিদ্রোহীরা। অনেকটা নিয়মিতই দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়।

 চলতি সপ্তাহে দুই পক্ষের মধ্যে এ সংঘাত অনেকটাই বেড়েছে। এ সপ্তাহে এটি দ্বিতীয় হামলার ঘটনা।

আরও পড়ুন -  Russia: অস্বীকার ইউক্রেনের, মস্কোয় ড্রোন হামলার

দোনবাসের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘পূর্ব ইউক্রেনে লড়াই বেড়ে যাওয়ার খবরে সতর্ক অবস্থায় আছে মস্কো।’

সাংবাদিকদের তিনি বলেন, ‘দোনবাসে যা ঘটছে তার খুবই উদ্বেগের এবং সম্ভবত অনেকটাই ভয়ঙ্কর।’ ছবি: আল জাজিরা

Latest News

Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা

Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা। সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে হচ্ছে জাদুকাঠি। যার সহযোগিতায়...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img