30 C
Kolkata
Sunday, May 5, 2024

Divinity: দিব্যাজ্ঞন সংস্থার সতর্কতা সচেতনতা সপ্তাহ উদযাপন

Must Read

কলকাতার রাষ্ট্রীয় গতিশীল দিব্যাজ্ঞন সংস্থা, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার মত এবছর ২৬শে অক্টোবর থেকে ১লা নভেম্বর, ২০২১ পর্যন্ত সতর্কতা সচেতনতা সপ্তাহের আয়োজন করছে। এবারের মূল ভাবনা “স্বাধীন ভারত@৭৫; সততার সঙ্গে আত্মনির্ভরতা”। সংস্থার আংশিক সময়ের ভিজিলেন্স অফিসার, শ্রী প্রবীন কুমার ২৬শে অক্টোবর সংস্থার কর্মকর্তা ও কর্মীবৃন্দদের সততার শপথবাক্য পাঠের মধ্য দিয়ে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরু করেন।

আরও পড়ুন -  Mimi Chakraborty: অভিনেত্রী মিমি চক্রবর্তী, ভালো খবর দিলেন

এই উপলক্ষে সংস্থার কর্মকর্তাদের সংবেদনশীল করার জন্য “স্বাধীন ভারত@৭৫; সততার সঙ্গে আত্মনির্ভরতা” শীর্ষক একটি ওয়েবিনারের আয়োজন করা হয়। ওয়েবিনারে ডক্টর আহমেদ ইকবাল স্বাগত ভাষণ দেন। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথের প্রাক্তন পরিচালক-অধ্যাপক, এবং এনএসএসও, কলকাতার প্রাক্তন ডিডিজি অধ্যাপক এ কে ভার্মা ওয়েবিনারে প্রধান বক্তা ছিলেন। অধ্যাপক ভার্মা তার বক্তব্যে অংশগ্রহণকারীদের স্বনির্ভরতা এবং সততার অর্থ ব্যাখ্যা করেছেন। কিভাবে আমাদের নিজেদের সতর্ক থেকে দেশ ও সংস্থার উন্নয়ন এবং উন্নতিতে অবদান রাখতে হবে সেই বিষয়ে তিনি আলোকপাত করেন। ওয়েবিনারে সংস্থার ছাত্রছাত্রী ও কর্মীবৃন্দসহ দেরাদুন, আইজল এবং সিআরসি পাটনা ও ত্রিপুরার আঞ্চলিক কেন্দ্রর কর্মীরা যোগ দেন । অনুষ্ঠানে সংস্থার কার্যালয়ে যারা আসেন তাঁদের ও কর্মকর্তা, ছাত্রছাত্রী ও অন্যান্যদের সচেতন করার জন্য অনলাইন স্লোগান এবং পোস্টার প্রতিযোগিতার আয়োজন করা হয়। সূত্রঃ পিআইবি

আরও পড়ুন -  EXHIBITION: ছবি ও ভিডিও প্রদর্শনী

Latest News

সেই আমি আমার মতো

সেই আমি আমার মতো।  আমার স্বপ্ন জ্বলে। চিরকাল পালন করি, আমি স্বপ্ন দেখি। চিরকাল পালন করি,আমি স্বপ্ন দেখি, মনের কথা বলে, কবিতা...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img