‘Krish 4’: চমক নিয়ে আসতে চলেছে ‘কৃষ ৪’

Published By: Khabar India Online | Published On:

 চরিত্র ‘কৃষ’। এই চরিত্র দিয়ে ছোট বড় সবার মনে জায়গা করে নিয়েছেন হৃতিক রোশন। এই সিরিজের আগের তিনটি সিনেমা দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এবার চমক হয়ে আসতে চলেছে ‘কৃষ ৪’। চমক হলো এতে গান গাইবেন খোদ হৃতিক নিজেই।

‘কৃষ’ সিরিজের আগের তিনটি সিনেমার পরিচালক রাকেশ রোশন যথারীতি এটি পরিচালনা করবেন। পরিচালক এই মুহূর্তে ছবিটির চিত্রনাট্য পর্যালোচনা করছেন, যা এরই মধ্যে লেখা হয়েছে। বলিউডের নামি এই প্রযোজক-পরিচালক নিজেই এই তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন -  Virat-Anushka: বাবার সাথে ছোট্ট পায়ে খেলতে ব্যস্ত ভামিকা, সেই মুহূর্তের ছবি তুললেন অনুষ্কা !

রাকেশ বলেন, তিনি ‘কৃষ ৪’ নিয়ে ব্যস্ত রয়েছেন। খুব দ্রুতই ছবির কাজটি শুরু করতে চান। বর্তমানে ছবির সংগীতের কাজ শুরু হয়েছে।

রাকেশ রোশন আরও বলেন, ‘হৃতিক ছবিতে গান করবেন। আশা করছি এটি ভাল গান হবে। হৃতিক রোশন এর আগে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে ‘সেনোরিটা’গানে কণ্ঠ দিয়েছে। সে ‘কাইটস’ ছবির টাইটেল ট্র্যাক গেয়েছে। সেগুলো সবার মন জয় করেছে। আশা করছি আরও একবার নিজের সংগীত প্রতিভার প্রমাণ দেবে হৃতিক।’

আরও পড়ুন -  Lata Mangeshkar: ‘ভারতরত্ন’ লতা মঙ্গেশকরের চোখে জল জন্মদিনে, ভাইরাল গায়িকার ভিডিও

লকডাউন চলাকালীন হৃতিক রোশন তার পিয়ানো বাজানো এবং গান উপভোগ করার ভিডিও শেয়ার করেছিলেন। দেখে মনে হচ্ছে অভিনেতা তার নতুন গানের জন্য প্রস্তুত।

শেষ সিনেমা ‘কৃষ ৩’ ২০১৩ সালে মুক্তি পায়। সেখানে হৃতিকের পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাউত এবং বিবেক ওবেরয়কে দেখা গিয়েছিলো। তবে এবার কাকে কাকে এই সিনেমাতে দেখা যাবে তা এখনও কিছু জানা যায়নি। ফাইল ছবি

আরও পড়ুন -  Arbaaz Khan Girlfriend’s hot Look: রোদ পোহাচ্ছেন আরবাজের প্রেমিকা বিকিনি লুকেই বিচের ধারে, অভিনেতা মালাইকার কথা ভুলেছেন