31 C
Kolkata
Friday, May 17, 2024

Inaugurates: জুভেলাইন জাস্টিস বোর্ডের নতুন ভবনের উদ্বোধন, শিশু ও নারী কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা

Must Read

টুঙ্কা সাহা, আসানসোলঃ    বুধবার কালিংপঙ্ এর সাথে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে জুভেনাইল জাস্টিস বোর্ডের নতুন ভবনের উদ্বোধন করেন রাজ্যের শিশু ও নারী কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা ৷ এদিন আসানসোলের কথা ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই জুভেলাইন জাস্টিস বোর্ডের নতুন ভবনের উদ্বোধন করা হয় ৷ এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস অরুণ প্রসাদ, জেলা সভাধিপতি সুভদ্রা বাউরি, সিজেএম প্রান্তিক কুমার বোস, অতিরিক্ত জেলা সেসন জাজ শ্রীমতি শ্রীময়ী কুণ্ডু, আসানসোল পুর প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, অভিজিৎ ঘটক সহ আরো অনেকে ৷ প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করার পরে মন্ত্রী শশী পাঁজা বলেন, পশ্চিম বর্ধমান, কালিংপঙ্ সহ রাজ্যের অন্যান জেলায় মোট ২৮৯ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও দুই জেলায় জুভেলাইন জাস্টিস বোর্ডের নতুন ভবন এবং করোনা সংক্রমণের কারণে অনাথ হয়ে যাওয়া শিশুদের সহায়তার জন্যে স্নেহছায়া মোবাইল অ্যাপ এর ভার্চ্যুয়ালি উদ্বোধন করা হচ্ছে ৷ বর্তমানে স্নেহছায়া প্রকল্পটি পাইলট প্রজেক্ট হিসাবে বাঁকুড়া পুরুলিয়া পূর্ববর্ধমান ও পশ্চিম বর্ধমানে কাজ শুরু করবে ৷ প্রতিটি জেলায় যার দায়িত্বে থাকবেন জেলা শাসক ৷

আরও পড়ুন -  Finalisima Crown: মেসি মুকুট জিতে কী বললেন? ফিনালসিমার শিরোপা
শিশু ও নারী কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজাবর্তমানে রাজ্যে কোভিড পরিস্থিতিতে সংক্রামিত হয়ে মা- বাবা মারা যাওয়ার কারণে মোট ৬৭৭৩ জন শিশুর অনাথ হয়ে যাওয়ার পরিসংখ্যান পাওয়া গিয়েছে ৷ এই অনাথ শিশুদের রাজ্য সরকারের পক্ষ থেকে লেখাপড়ায় সহযোগিতা সহ আর্থিক সহযোগিতার মাধ্যমে বিশেষ নজরে রাখা হবে৷ যাতে আগামীদিনে তারা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে ৷

Latest News

Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা

Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা। সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে হচ্ছে জাদুকাঠি। যার সহযোগিতায়...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img