30 C
Kolkata
Monday, June 24, 2024

Physical Appearance: রূপ আর দৈহিক অবয়বে নেই তার কোনো ছাপ ৪৫ এ, মল্লিকা !

Must Read

 রূপ আর দৈহিক অবয়বে নেই তার কোনো ছাপ। তিনি যেনো এমন কোনো অমৃত পান করেছেন যে, বয়স থমকে আছে।
কথা হচ্ছিল বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতকে নিয়ে। গত রবিবার ছিল তার ৪৫তম জন্মদিন।

এ উপলক্ষ্যে ইনস্টাগ্রামে নিজের কয়েকটি ছবিও শেয়ার করেন তিনি।

আরও পড়ুন -  North Korea: প্রথম মৃত্যু উত্তর কোরিয়ায়, করোনায়

ছবিগুলোর শারিরীক ভাষা ছিল অসাধারণ। ছবির সঙ্গে তিনি লিখেন, ‘বার্থ ডে গার্ল। ফিট এন্ড ফেবুউলাস।’ এসব ছবিতে মন্তব্য করে ভক্তরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

২০০৩ সালে ‘খোয়াইশ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রের রঙিন জগতে পদার্পণ করেন মল্লিকা। পরের বছর (২০০৪) ইমরান হাশিমির সঙ্গে তার চলচ্চিত্র ‘মার্ডার’ মুক্তি পায়। এ সিনেমা দিয়েই ব্যাপক পরিচিত পান মল্লিকা।

আরও পড়ুন -  Rishabh Pant: বড় আপডেট ১ মাস পূর্ণ হওয়ার আগেই, ঋষভ পন্থের ভক্তদের জন্য বড় সুখবর

‘মার্ডারের’ কয়েকটি গান অসাধারণ জনপ্রিয়তা পায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মল্লিকাকে। সেইসঙ্গে বলিউডের ‘যৌন আবেদনময়ী’ অভিনেত্রীর তকমাটাও জুটে যায় তার।

কেমন আছেন মল্লিকা? বর্তমানে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে বসবাস করছেন তিনি। কিন্তু সেখানে থেকেও ভুলে যাননি তার ভারতীয় শিকড়ের কথা। তাকে দেখা যায় শাড়ি পরতেও।

আরও পড়ুন -  বোতামহীন শার্টে ক্যাটরিনা কাইফের বোল্ড ফটো শ্যুটঃ ছবিগুলি ইন্টারনেটে ভাইরাল হয়েছে

Latest News

Jogyosree Prakalpa: যোগ্যশ্রী প্রকল্প নিয়ে ঘোষণা সরকারের, SC ও ST-র পর এবার জেনারেলরাও পাবেন সুবিধা

Jogyosree Prakalpa: যোগ্যশ্রী প্রকল্প নিয়ে ঘোষণা সরকারের, SC ও ST-র পর এবার জেনারেলরাও পাবেন সুবিধা।  নানান ধরণের প্রকল্প চালু করা...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img