Physical Appearance: রূপ আর দৈহিক অবয়বে নেই তার কোনো ছাপ ৪৫ এ, মল্লিকা !

Published By: Khabar India Online | Published On:

 রূপ আর দৈহিক অবয়বে নেই তার কোনো ছাপ। তিনি যেনো এমন কোনো অমৃত পান করেছেন যে, বয়স থমকে আছে।
কথা হচ্ছিল বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতকে নিয়ে। গত রবিবার ছিল তার ৪৫তম জন্মদিন।

এ উপলক্ষ্যে ইনস্টাগ্রামে নিজের কয়েকটি ছবিও শেয়ার করেন তিনি।

আরও পড়ুন -  Monalisa: সেক্সি ফিগার দেখালেন অভিনেত্রী, এই ভিডিও ইন্টারনেটে আগুন লাগিয়ে দিয়েছে

ছবিগুলোর শারিরীক ভাষা ছিল অসাধারণ। ছবির সঙ্গে তিনি লিখেন, ‘বার্থ ডে গার্ল। ফিট এন্ড ফেবুউলাস।’ এসব ছবিতে মন্তব্য করে ভক্তরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

২০০৩ সালে ‘খোয়াইশ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রের রঙিন জগতে পদার্পণ করেন মল্লিকা। পরের বছর (২০০৪) ইমরান হাশিমির সঙ্গে তার চলচ্চিত্র ‘মার্ডার’ মুক্তি পায়। এ সিনেমা দিয়েই ব্যাপক পরিচিত পান মল্লিকা।

আরও পড়ুন -  Shamita Shetty: পর্ণকাণ্ডে জেলে জামাইবাবু, ট্রোলারদের মক্ষম জবাব দিলেন শ্যালিকা শমিতা শেট্টি

‘মার্ডারের’ কয়েকটি গান অসাধারণ জনপ্রিয়তা পায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মল্লিকাকে। সেইসঙ্গে বলিউডের ‘যৌন আবেদনময়ী’ অভিনেত্রীর তকমাটাও জুটে যায় তার।

কেমন আছেন মল্লিকা? বর্তমানে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে বসবাস করছেন তিনি। কিন্তু সেখানে থেকেও ভুলে যাননি তার ভারতীয় শিকড়ের কথা। তাকে দেখা যায় শাড়ি পরতেও।

আরও পড়ুন -  ভোট দিলেন কোয়েল মল্লিক