34 C
Kolkata
Sunday, May 19, 2024

Haiti: যুক্তরাষ্ট্রের ১৭ মিশনারিকে অপহরণ

Must Read

হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে যুক্তরাষ্ট্রের মিশনারি ও তাদের পরিবারের ১৭ সদস্যকে অপহরণ করেছে অপরাধি চক্রের সদস্যরা।  প্রকাশিত প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, শনিবার একটি বাস থেকে ওই মিশনারিদের অপহরণ করা হয়। প্রতিবেদন জানায়, তারা একটি এতিমখানা থেকে এ সময় বের হয়েছিলেন এবং তাদের মধ্যে কয়েকজনকে বিদায় জানাতে বিমানবন্দরের দিকে রওয়ানা করেছিলেন।

আরও পড়ুন -  সম্পর্ক ছিন্নের পথে চীন, যুক্তরাষ্ট্রের সঙ্গে

নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, মার্কিন মিশনারিদের অপহরণ করেছে একটি অস্ত্রধারী অপরাধি চক্র। এরা পোর্ট অব প্রিন্স ও ডমিনিকা রিপাবলিকের মাঝামাঝি ওই এলাকায় বহু দিন ধরেই চুরি ও অপহরণের সঙ্গে যুক্ত।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক খ্রিস্টান এইড মিশন বিভিন্ন ধর্মীয় মিশনগুলোকে একটি বার্তা পাঠিয়েছে যে, যারা অপহৃত হয়েছেন, তারা হাইতিতে একটি এতিমখানা তৈরি করছিলেন। ওই বার্তায় বলা হয়, ‘প্রার্থনা করি ওই অপরাধী চক্র অনুতপ্ত হোক।’

আরও পড়ুন -  রাজ্যসভার চেয়ারম্যান ঐক্যবদ্ধ ও সমন্বিত ভারত গড়ার জন্য আহ্বান জানিয়েছেন

মার্কিন সরকারের এক মুখপাত্র জানান, অপহরণের খবরটির বিষয়ে তারা অবগত আছেন। তিনি বলেন, ‘বিদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা ও কল্যান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বোচ্চ অগ্রাধিকারগুলোর একটি।’

 আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মিশনারিদের অপহরণকারী অপরাধী চক্র ১০ লাখ ডলার মুক্তিপন দাবি করেছে।

আরও পড়ুন -  সিনেমার বিখ্যাত সুরকার শ্রবণ, করোনা ভাইরাস কেড়ে নিল, প্রয়াত শ্রবণ রাঠোর

দ্বীপরাষ্ট্র হাইতি কুখ্যাত অপরাধি চক্রের আশ্রয়স্থল হিসেবে ইতোমধ্যে পরিচিত হয়ে উঠেছে। গত মাসে এই পোর্ট অব প্রিন্সের একটি গীর্জার সামনে খুন হন একজন (গীর্জার) ডিকন। এ সময় তার স্ত্রীকে অপহরণ করা হয়। এর আগে গত ৭ জুলাই নিজ বাসভবনে গুলিতে নিহত হন দেশটির প্রেসিডেন্ট জোভেনেল মইসি। ছবি: বিবিসি

Latest News

পর পুরুষের সাথে সম্পর্ক রং দেওয়ার নাম করে, নির্জনে দেখুন এই শর্ট ফিল্মটি

পর পুরুষের সাথে সম্পর্ক রং দেওয়ার নাম করে, নির্জনে দেখুন এই শর্ট ফিল্মটি।  Short Film টি ১৮+উদ্ধের জন্য। শর্ট ফিল্ম,...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img