38 C
Kolkata
Friday, May 3, 2024

বন্ধ হচ্ছে ৫০ স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ !

Must Read

 প্রতিষ্ঠানটির নতুন ঘোষণা অনুযায়ী, পুরোনো সংস্করণের অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের স্মার্টফোনগুলোতে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ।

প্রতিষ্ঠানটির ঘোষণা অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে পুরোনো অপারেটিং সিস্টেমের ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে।

পুরোনো ফোনগুলোতে অ্যাপটি ধীরে ধীরে অচল হয়ে পড়বে। এরপর অ্যাপটি ব্যবহার করতে চাইলে ব্যবহারকারীর নতুন ফোন কেনা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

জেনে নিন, কোন ৫০টি স্মার্ট ফোনে বন্ধ হয়ে যাচ্ছে।

স্যামসাং

গ্যালাক্সি ট্রেন্ড লাইট
গ্যালাক্সি ট্রেন্ড টু
গ্যালাক্সি এস-টু
গ্যালাক্সি এস-থ্রি মিনি
গ্যালাক্সি এক্সকভার টু
গ্যালাক্সি কোর
গ্যালাক্সি এইচ টু
এলজি

আরও পড়ুন -  ঘায়েল পুরুষমন, নেহাল ভাদোলিয়ার আবেদনময়ী অভিনয়ে, ULLU-র এই ওয়েব সিরিজ মন জিতে নেবে

লুসিড টু
অপটিমাস এফ-সেভেন
অপটিমাস এফ-ফাইভ
অপটিমাস এল-থ্রি টু ডুয়াল
অপটিমাস এল-ফাইভ
বেস্ট এল-ফাইভ টু
অপটিমাস এল-ফাইভ ডুয়াল
বেস্ট এল-থ্রি টু
অপটিমাস এল-সেভেন
অপটিমাস এল-সেভেন টু ডুয়াল
বেস্ট এল-সেভেন টু
অপটিমাস এফ-সিক্স ইন্যাক্ট
অপটিমাস এল-ফোর টু ডুয়াল
অপটিমাস এফ-থ্রি
বেস্ট এল-ফোর টু
বেস্ট এল-টু টু
অপটিমাস নাইট্রো এইচডি
অপটিমাস ফোর-এক্স এইচডি
অপটিমাস এফ-থ্রি-কিউ
জেডটিই

আরও পড়ুন -  নতুন আপডেট হোয়াটসঅ্যাপের

জেডটিই ভি৯৫৬
গ্র্যান্ড এক্স কোয়াড ভি৯৮৭
গ্র্যান্ড মেমো
সনি

এক্সপেরিয়া মিরো
এক্সপেরিয়া নিও এল
এক্সপেরিয়া আর্ক এস
হুয়াওয়ে

অ্যাসেন্ড জি৭৪০
অ্যাসেন্ড মেট
অ্যাসেন্ড ডি কোয়াড এক্সএল
অ্যাসেন্ড ডি-ওয়ান কোয়াড এক্সএল
অ্যাসেন্ড পি-ওয়ান এস
অ্যাসেন্ড ডি-টু
অ্যাপল

আইফোন এসই
আইফোন সিক্স-এস
আইফোন সিক্স-এস প্লাস
অন্যান্য

আর্কোস ৫৩ প্লাটিনাম
এইচটিসি ডিজায়ার ৫০০
ক্যাটারপিলার ক্যাট বি১৫
উইকো সিঙ্ক ফাইভ
উইকো ডার্কনাইট
লেনোভো এ৮২০
উমি এক্স-টু
রান এফ-ওয়ান
টিএইচএল ডব্লিউ-এইট
প্রতিষ্ঠানটি জানিয়েছে, উপরে উল্লেখিত স্মার্টফোনগুলোতে হোয়াটসঅ্যাপের নিরাপত্তা এবং নতুন সুবিধা পাওয়া যাবে না। ক্রমে সেগুলোতে অ্যাপ চলা বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুন -  আসানসোল উত্তর বিধানসভার এলাকায় পালিত হল তৃণমূল শহীদ দিবস

এবার দেখা যাক, কোন কোন অপারেটিং সিস্টেমে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ।

অ্যান্ড্রয়েড

অ্যান্ড্রয়েড ৪.০.৪ (আইসক্রিম স্যান্ডউইচ) এবং তার আগের সংস্করণের স্মার্টফোনে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ। সংস্করণ প্রথম ছাড়া হয় ২০১১ সালে।

আইওএস

হোয়াটসঅ্যাপ চালানোর জন্য আপনার আইফোনের অপারেটিং সিস্টেম অন্তত আইওএস ১০ সংস্করণের হতে হবে।

Latest News

Web Series: নেট জগতে ঘনিষ্ঠ দৃশ্যের সেরা কয়েকটি ওয়েব সিরিজ, একদম একলা দেখবেন

Web Series: নেট জগতে ঘনিষ্ঠ দৃশ্যের সেরা কয়েকটি ওয়েব সিরিজ, একদম একলা দেখবেন।  Web Series গুলি ১৮+উদ্ধের জন্য। ওয়েব সিরিজ!...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img