28 C
Kolkata
Wednesday, May 22, 2024

উত্তরাখন্ডের পিথরাগড়ে ভারত-নেপাল যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া সূর্য কিরণ

Must Read

পঞ্চদশ ভারত-নেপাল যুগ্ম ব্যাটেলিয়ান আজ উত্তরাখন্ডের পিথরাগড়ে ভারত-নেপাল যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া সূর্য কিরণের সূচনা করেছে। মহড়ায় ভারতীয় সেনাবাহিনী ও নেপালী সেনাবাহিনীর একটি করে ইনফ্যানট্রি ব্যাটেলিয়ান অংশ নিয়েছে। প্রশিক্ষণে সন্ত্রাসবাদ ও বিপর্যয় মোকাবিলায় অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন। চিরাচরিত প্রথা অনুযায়ী ভারতীয় ও নেপালী সেনাবাহিনী সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে প্রশিক্ষণ শুরু হয়। সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় প্রধান লেফ্টেন্যান্ট জেনারেল এসএস মহাল প্রশিক্ষণরত সকলককে এই মহড়ায় স্বাগত জানান এবং নিজেদের শ্রেষ্ঠ অভিজ্ঞতাগুলি ভাগ করে নেওয়ার পরামর্শ দেন। শনিবার পিথোরাগড়ে নেপালী সেনাবাহিনীর সদস্যরা এসে পৌঁছালে তাদের স্বাগত জানানো হয়। দুই বাহিনীর ৬৫০ জন সদস্য মহড়ায় যোগ দিয়েছেন। সূত্রঃ পিআইবি।

আরও পড়ুন -  অবিবাহিত ভিন্নভাবে সক্ষম ছেলেরা ২৫ বছর বয়সের পরেও ইসিএইচএস-এর সুবিধে পাবেন

Latest News

Bullet Train: মুম্বই-আহমেদাবাদ দূরত্ব সাড়ে তিন ঘন্টায়!

বুলেট ট্রেন: মুম্বই-আহমেদাবাদ দূরত্ব সাড়ে তিন ঘন্টায়! ভারতীয় রেলের উন্নতিতে নতুন অধ্যায়! দ্রুতগামী ট্রেনের মাধ্যমে যাত্রীদের সময় বাঁচাতে দীর্ঘদিন ধরে কাজ...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img