32 C
Kolkata
Thursday, May 16, 2024

হাসপাতালে চিকিৎসা করাতে এসে নিখোঁজ পাঁচ বছরের এক শিশু, পরে শিশুকে উদ্ধার করে পুলিশ

Must Read

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে এসে নিখোঁজ পাঁচ বছরের এক শিশু। কান্নায় ভেঙে পড়লেন মা। যদিও পরে হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় ইংরেজবাজার থানার পুলিশ ওই শিশুকে তার মা’র কোলে তুলে দেয়।
সোমবার সকালে এই ঘটনায় একপ্রস্থ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর এলাকায়।

আরও পড়ুন -  Uganda: নৌকাডুবির ঘটনায় ২০ জনের মৃত্যু, উগান্ডায়

মালদার মানিকচক থানার এনায়েত পুরের বাসিন্দা মিলি খাতুন। সোমবার সকালে মিলি খাতুন তার দুই পুত্র সন্তানকে নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে আসেন চিকিৎসা করাতে। মিলি খাতুন জানান, চিকিৎসক দেখাবেন বলে আউটডোরের লাইনে দাঁড়িয়ে ছিলেন। লাইনে ভিড় থাকায় পাঁচ বছরের শিশুর হাতে মোবাইল ফোন দিয়ে রেখেছিলেন তিনি। এরই দেখেন তার শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুরু হয় খোঁজাখুঁজি। বিষয়টি জানাজানি হতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ওই শিশুকে উদ্ধার করে কয়েক ঘন্টার মধ্যেই ইংরেজবাজার থানা পুলিশের মাধ্যমে তার কাছে তুলে দেন। এর জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন -  Panda Dies: পুরুষ পান্ডার মৃত্যু, বিশ্বের সবচেয়ে বয়স্ক

Latest News

Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা

Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা। সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে হচ্ছে জাদুকাঠি। যার সহযোগিতায়...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img