29 C
Kolkata
Wednesday, May 15, 2024

সরস্বতীরা আছেন বলেই, দেশে – বিদেশে মানুষ নিশ্চিন্তে থাকতে পারেন, অপরাজিতা আঢ‍্য বলেছেন

Must Read

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   অপরাজিতা আঢ‍্য (Aparajita Adhya) নিয়মিত কলাম লেখেন না। তিনি তাঁর লেখায় সবসময় সমাজের বিভিন্ন স্তরের মানুষের কথা তুলে ধরতে চেষ্টা করেন। এমনকি নিজেকে নিয়েও অকপট তিনি। এবার তিনি লিখলেন সরস্বতী (saraswati) র কথা।

ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অপরাজিতা। ছবিটি একটি ঘরোয়া ছবি যাতে দেখা যাচ্ছে, অপরাজিতা, তাঁর মা ও অবশ্যই সরস্বতীকে। সরস্বতী অপরাজিতার মায়ের দেখভাল করেন। চলতি বছরের 17 ই ফেব্রুয়ারি অপরাজিতার মা অসুস্থ হয়েছিলেন। সেই থেকে সরস্বতী তাঁদের বাড়িতে আসেন অপরাজিতার মায়ের সেবিকা হিসাবে। সেই দিনটি থেকে এখনও সরস্বতী সমান তালে অপরাজিতার মায়ের দেখাশোনা করে চলেছেন। নতুন করে তাঁর বৃদ্ধা মাকে হাঁটতে শিখিয়েছেন সরস্বতী। অপরাজিতার মায়ের হাজার রাগ, বিরক্তি সহ্য করে, একই কথার উত্তর বারবার দিয়ে অক্লান্ত পরিশ্রম করছেন সরস্বতী। অপরাজিতার মা যখন রাতে ঘুমান, তখন অতন্দ্র প্রহরীর মতো জেগে পাহারায় থাকেন সরস্বতী যদি বৃদ্ধা, অশীতিপর মানুষটার কিছু প্রয়োজন হয়। অপরাজিতার অনেক বড় ভরসার জায়গা সরস্বতী। সরস্বতী তাঁর মায়ের কাছে থাকেন বলেই নিশ্চিন্তে শুটিংয়ে যান অপরাজিতা।

অপরাজিতা মনে করেন, সরস্বতীরা আছেন বলেই দেশে-বিদেশে মানুষ নিশ্চিন্তে তাঁদের বৃদ্ধা মা-বাবাদের রেখে বাড়ির বাইরে বেরোতে পারেন। সরস্বতীর মতো মানুষদের কুর্ণিশ জানিয়েছেন অপরাজিতা। অপরাজিতার কথা একদম খাঁটি। ঘরে ঘরে সরস্বতীরা নিত্যদিনের জীবনে বয়ে চলেন। তাঁদের খবর কজন রাখেন? তবে শুধুমাত্র সেলিব্রিটি হিসাবে নিজেকে শুটিং ফ্লোরে আবদ্ধ রাখেননি তিনি। করোনা আক্রান্ত মানুষের জন্যও সমানভাবে কাজ করছেন অপরাজিতা। সরস্বতী নিজের চোখের ঘুম হারিয়ে অপরাজিতাকে উপহার দিয়েছেন শান্তিপূর্ণ নিদ্রা। অপরাজিতা নির্দ্বিধায় জানিয়েছেন, তিনি নিজে মেয়ে হয়েও তাঁর মায়ের এত সেবা কোনোদিন করেননি। অপরাজিতার সুপারহিরো সরস্বতী।

আরও পড়ুন -  সব লজ্জার গন্ডি পার, বৌমার সাথে বিছানায় শ্বশুর, ১৮+ এর জন্য এই সিরিজ

Latest News

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img