সংবাদকর্মীরাই নাকি সবচেয়ে সেরা জীবনসঙ্গী, জানাচ্ছে একটি সমীক্ষা

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   সেই মানুষটি আপনার জন্য সঠিক কিনা তা যাচাই করে নিন। এক্ষেত্রে পেশা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কয়েকটি সমীক্ষা মতে, পেশায় সংবাদকর্মীরাই নাকি সবচেয়ে সেরা।

পেশা হিসেবে সাংবাদিকতায় সম্মানের ঘাটতি না থাকলেও পারিশ্রমিক অন্য পেশার তুলনায় কম।

এজন্য অনেক পরিবার থেকেই মেয়েকে সাংবাদিকের হাতে তুলে দিতে চাইবেন না। তাহলে জেনে রাখুন, শুধু ভালোবাসা আর নেশার তাগিদেই অনেকে এই পেশা বেছে নেন। সম্প্রতি একটি সমীক্ষায় বলা হয়েছে, ভালোবাসার মানুষ ও জীবনসঙ্গী হিসেবে সাংবাদিকরাই সেরা। আর এর পেছনে রয়েছে একাধিক কারণও রয়েছে।

আরও পড়ুন -  দুগ্গা দুগ্গা
প্রতীকী ছব   সমীক্ষার তথ্য অনুযায়ী, অন্য যে কোনো পেশার মানুষের চেয়ে সাংবাদিকরা প্রেমিক বা প্রেমিকা হিসেবে অনেকটাই এগিয়ে। কারণ কাজের প্রয়োজনে তাদের বিভিন্ন জায়গায় যেতে হয়। ফলে যে কোনো জায়গার ঠিকানা জিজ্ঞাসা করলে জবাব পাওয়া যায় খুব সহজে 

এ ছাড়া পেশার খাতিরে তাদের পড়াশোনাও করতে হয় প্রচুর। তাই যে কোনো বিষয়ের উপর মোটামুটি জ্ঞান তাদের থাকে। সাংবাদিকতা পেশায় সম্মান থাকলেও পারিশ্রমিক অন্য পেশার তুলনায় কম। শুধু ভালোবাসা আর নেশার তাগিদেই অনেকে এই পেশা বেছে নেন। টাকার চেয়ে সম্মান তাদের কাছে অনেক বড়। এই মনোভাব সাংসারিক জীবনেও কাজ করে। ফলে স্বামী বা স্ত্রীর আয় নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। এমন সঙ্গী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার।

আরও পড়ুন -  Sri Lanka: উত্তাল শ্রীলঙ্কা, এক তরুণের মৃত্যু

ইচ্ছা – অনিচ্ছার ঊর্ধ্বে গিয়ে পরিস্থিতির চাপে পড়ে কঠোর পরিশ্রমী হয়ে ওঠে তারা। সঙ্গী বা সঙ্গিনী যদি পরিশ্রমী হয়, তবে তো সবারই লাভ। তার উপর কাজ নিয়ে ব্যস্ত থাকায় আপনার ব্যক্তিগত ব্যাপারে নাক না গলানোর মতো সময় তাদের থাকে না। এমনও অনেক কাজ আছে যা তারা করতে আগ্রহী না। তবে প্রয়োজনে তাদের অনেক কিছুই করতে হয়। এবং সে সব সাংসারিক জীবনেও কাজে লাগে।

আরও পড়ুন -  Lakshi Bhandar Project: লক্ষীর ভান্ডার প্রকল্পের প্রায় 500 জনকে, 500 টাকার চেক তুলে দিলেন জেলাশাসক সুমিত গুপ্তা

সাংবাদিকরা পেশার খাতিরেই বিশ্বাসী হন। আর সংবাদ উৎসের গোপনীয়তাও রক্ষা করতে হয় যা ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলে। এ ছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে মেশার ফলে কোথায় কী বলতে হবে, কোথায় কী ভাবে থাকতে হবে, তা নিয়ে সম্যক ধারণা থাকে সাংবাদিক সঙ্গীর। ফলে যেখানেই আপনি তাকে নিয়ে যান না কেন, অস্বস্তিতে তো পড়বেনই না। বরং সাংবাদিক সঙ্গী থাকলে আপনার কয়েকগুণ মর্যাদাও বেড়ে যাবে।