29 C
Kolkata
Wednesday, May 15, 2024

শপথ নিয়ে আবার সেই লাকি চেয়ারে ১৪ তলায় নবান্নে, তৃতীয় বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must Read

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   রাজভবন থেকে শপথ অনুষ্ঠান শেষ করেই চলে আসেন নবান্নে। নবান্নে এসে পৌঁছতেই তাঁকে পুলিশের তরফে দেওয়া হয় গার্ড অফ অনার। নবান্নে প্রবেশ করেই তিনি কোভিড পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায় সেই বিষয়ে বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত রয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও রাজ্য সরকারের একাধিক শীর্ষ আধিকারিকরাও রয়েছেন বৈঠকে। স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও রয়েছেন বৈঠকে। মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ অনুষ্ঠানের পরই টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য অভিনন্দন জানান।

এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কড়া হাতে রাজ্যে ভোট পরবর্তী অশান্তি থামানোর কথাও বলেন। রাজ্যের আইনশৃঙ্খলা কড়া হাতে নিয়ন্ত্রণ করতে নবান্ন থেকে এদিন পুলিশি রদবদলের ইঙ্গিতও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সর্বত্র শান্তি বজায় রাখার কথা বলেন তিনি। রাজভবনের শপথ অনুষ্ঠানে ৫০ জনকে আমন্ত্রণ করা হয়েছিল। রাজভবনের শপথ অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসেননি। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে শারীরিক অসুস্থতা থাকায় শপথের অনুষ্ঠানে আসেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও। কংগ্রেসের তরফে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য সহ কয়েকজন।

আরও পড়ুন -  "শোক হোক শক্তি রক্তদানে মুক্তি "

Latest News

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img