জঙ্গলমহলের মটগোদা রেঞ্জ এর উদ্যোগে বন্যপ্রাণ বাঁচানো এবং বন সংরক্ষণ নিয়ে গ্রামে গ্রামে প্রচার অভিযান চলছে

Published By: Khabar India Online | Published On:

সৌমী মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ   রাইপুর ব্লকের মটগোদা বন বিভাগের উদ্যোগে রাইপুর ব্লক প্রশাসন, রাইপুর পঞ্চায়েত সমিতির এবং রাইপুর থানা পুলিশ প্রশাসন সহ মটগোদা এলাকার বিভিন্ন বন সংরক্ষণ কমিটি সদস্যদের নিয়ে বন্যপ্রাণ ও বন সংরক্ষণ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হলো মটগোদা বনবিভাগে। উপস্থিত ছিলেন রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক রঞ্জন সর্দার, মটগোদা বনবিভাগের বন আধিকারিক শৈলেন্দ্রনাথ মাইতি, রাইপুর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ কালীচরণ মুর্মু, বারিকুল থানার আইসি এ কে খান, মটগোদা গ্রাম পঞ্চায়েত প্রধান সত্য মল্ল মটগোদা এলাকার বিভিন্ন বন সংরক্ষণ কমিটির সদস্য সদস্যা বৃন্দ প্রমূখ।

আরও পড়ুন -  সোফিয়া আনসারি আবার নেটদুনিয়ায় তোলপাড় করে দিলেন ছোট পোশাকে, এই অংশটি দেখিয়ে দিলেন

বন্যপ্রাণ বাঁচানো এবং সাথে সাথে জঙ্গল বাঁচানো নিয়ে উপস্থিত মানুষদের কাছে বিষদ বক্তব্য রাখেন বন আধিকারিক শৈলেন্দ্রনাথ মাইতি। রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক রঞ্জন সর্দার বলেন বন্যপ্রাণ বাঁচানো দরকার বন্যপ্রাণ না থাকলে এবং বন না থাকলে আমরাও ধ্বংসের মুখে পড়ব, আমাদের বেঁচে থাকার প্রয়োজনীয় অক্সিজেন আমরা এই বন থেকেই পাই তাই বনভূমি ধ্বংস নয় বনভূমি বেশি বেশি তৈরি করা এবং তা সংরক্ষণ করা প্রয়োজন। আজকাল কিছু মানুষ বনে আগুন লাগিয়ে দিচ্ছেন যা আগামী দিনের অস্তিত্বের সংকটে পড়বে মানব সমাজ সহ প্রানীজগৎ। আমাদের এলাকার জঙ্গল গুলি যাতে ঠিকমতো থাকে সেদিকে সকলের নজর দেওয়া দরকার। জঙ্গলে আগুন লাগানোর ফলে অনেক জীবজন্তু মারা যায়।

আরও পড়ুন -  ভারতের মধ্যে এক নম্বরে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়

জীবজন্তুদের মধ্যে অনেক উপকারী প্রাণীও রয়েছে এটা আমাদের ভাবতে হবে। এছাড়া তিনি করোণা সচেতনতারও বার্তা দেন। সবাইকেই নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া ও মাস্ক ব্যবহারের উপর জোর দেন তিনি। মটগোদা গ্রাম পঞ্চায়েত প্রধান সত্য মল্ল বলেন আমাদের এলাকা জঙ্গলে পরিপূর্ণ বর্তমানে কিছু মানুষ তাদের নিজেদের স্বার্থে স্বার্থ চরিতার্থ করতে জঙ্গলে আগুন লাগিয়ে দিচ্ছেন এটা রুখতে হবে আমাদের। তাছাড়া এই সময়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষ জঙ্গলে শিকার উৎসবে মেতে ওঠেন তাদের বোঝাতে হবে বন্য প্রাণী হত্যা নয় তাকে রক্ষা করাই আমাদের একমাত্র দায়িত্ব ও কর্তব্য। বন্যপ্রাণ না থাকলে আমাদেরও একদিন ভুগতে হবে।

আরও পড়ুন -  WhatsApp: হোয়াটসঅ্যাপ নতুন ফিচার আনতে চলেছে !