37 C
Kolkata
Friday, May 17, 2024

সাপের কামড়ে মৃত্যু হলো এক দিনমজুরের

Must Read

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ    বিষধর সাপের কামড়ে মৃত্যু হলো এক দিনমজুরের। ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক থানার ধরমপুর বাঁধ এলাকায়। মৃত দিনমজুরের নাম সুজন মন্ডল বয়স(২৩) বছর। বাড়ি মানিকচক থানা ধরমপুর বাঁধ এলাকায়।

আরও পড়ুন -  Lender: ফের ঋণ দানকারী সংস্থার পাল্লায় পড়ে প্রাণ গেলো যুবকের

পরিবারে রয়েছে বাবা ছেদন মন্ডল এবং মা মদনাবতী মন্ডল। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে প্রত্যেক দিনের মতোই বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে অন্যের জমিতে দিনমজুরের কাজ করতে যায়। কাজ করার সময় একটি বিষধর চন্দ্রবোড়া সাপ তার ডান পায়ে কামড় মারে। এরপর স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন -  প্রধানমন্ত্রী ২৫ নভেম্বর লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন

সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরাও স্থানান্তর করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা চলাকালীন আজ ভোর রাতে মৃত্যু হয় ওই দিনমজুরের। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে মৃতের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত্যুর পরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা গ্রামে।

আরও পড়ুন -  জন্মদিনে কফিনবন্দি হয়ে দেবকুমার বাড়ি ফিরলেন !

Latest News

Dance Video: বৃদ্ধার অপূর্ব নাচ হিন্দি গানের সাথে, চোখে রয়েছে কালো চশমা, চারিদিকে হচ্ছে প্রশংসা

Dance Video: বৃদ্ধার অপূর্ব নাচ হিন্দি গানের সাথে, চোখে রয়েছে কালো চশমা, চারিদিকে হচ্ছে প্রশংসা।  তা হলে এটা সত্যি হলো...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img