31 C
Kolkata
Friday, May 3, 2024

প্রকাশিত হলো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম অন্তরা রায় ভট্টাচার্য্য দ্বারা লিখিত বই পারসিপিয়েন্স

Must Read

নিজস্ব সংবাদদাতা, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ  প্রকাশিত হলো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম অন্তরা রায় ভট্টাচার্য্য দ্বারা লিখিত বই পারসিপিয়েন্স পোয়েট্রি টো পার্সিভ। বি এফ সি পাবলিকেশন দ্বারা এই আন্তরাষ্ট্রীয় বাজারে বইটিকে প্রকাশিত করা হয় । এই বইটিতে তিরিশটি কবিতা আছে যেটি সমাজের বিভিন্ন দিকগুলোকে এই কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই বইটিকে লেখিকা নিজের দিদাদের নাম এ উৎসর্গ করেছেন , যাদের প্রেরণার কারণে এই বইটিকে উনি লিখতে পেরেছেন ,ওনারা হলেন স্বর্গীয়া যমুনা মুখার্জী , স্বর্গীয়া শিবানী মুখার্জী , আর স্বর্গীয়া মিরা বোস। লেখিকা আরো জানান যে এই তিন দিদাদের অসীম ভালোবাসা আর ওনাদের সুশিক্ষায় আজ আমি লেখিকা হতে পেরেছি এই কারণে আমি আমার প্রথম বইটি আমার তিন দিদাকে উৎসর্গ করেছি, সমাজে অনেক ধরণের বিভিন্ন লেখক লেখিকার বই বাজারে আসতেই থাকে কিন্তু আমরা এই বইটির মধ্যে কিছু এমন কবিতা পেয়েছি যা মানুষকে সমাজের প্রতি দৃষ্টি ভঙ্গিমাকে বদলে দেবে। লেখিকা এর আগেও অনেক রকমের কবিতা লিখেছেন কিন্তু সমাজের প্রতি দায়বদ্ধতাকে নিয়ে এবং হারিয়ে যাওয়া আমাদের গুরুজনের প্রতি ভালোবাসাকে আবার করে যাতে আমরা ফিরিয়ে আন্তে পারি এই ধরণের কিছু কবিতা সমাজের কাছে এই বইয়ের মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরেছেন। উনি আরো জানান আমি সব সময় সমাজ আর সমাজের ঘটিত বিভিন্ন রকমের আন্দোলন মুখী কবিতাকে প্রাধান্য দেওয়া হয় যাতে আমরা সমাজে এই কবিতার মাধ্যমে কিছু বদল ঘটাতে পারি। এই বইটি এখন পাওয়া যাচ্ছে আমাজন , ফ্লিপকার্ট , গুগল প্লে স্টোরে আর আমাজন কিন্ডলে। এই বইটির ই বুক এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৩ টাকা ,আর পেপার বুক এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা।

আরও পড়ুন -  Lionel Messi: সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি, ইউরোপিয়ান লিগে

Latest News

Bhojpuri: প্রায় ২৩ লাখের বেশি মানুষ দেখলেন, অঞ্জনা সিংয়ের সাথে এই রকম করে রোমান্সে মাতলেন নিরহুয়া

Bhojpuri: প্রায় ২৩ লাখের বেশি মানুষ দেখলেন, অঞ্জনা সিংয়ের সাথে এই রকম করে রোমান্সে মাতলেন নিরহুয়া।  ভোজপুরী ভিডিও সং। ভোজপুরী ভিডিও...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img