28 C
Kolkata
Tuesday, May 14, 2024

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে দাস কেয়ারীর শিব মন্দিরে পূজো দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়

Must Read

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ    নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে গুরুতর আঘাত পান। তাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে দাসকেয়ারী শিব মন্দিরে পূজো দিলেন বিধান উপাধ্যায়। তাছাড়া এদিন তিনি দাসকেয়ারী গ্রামে নির্বাচনী প্রচার করেন।
এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধান উপাধ্যায় বলেন যে, গতকাল ষড়যন্ত্র করে পরিকল্পিত ভাবে যেভাবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিজেপির কিছু দুষ্কৃতীরা আঘাত করে তার তীব্র ধিক্কার জানাই আমরা। দিদির দ্রুত আরোগ্য কামনা করে আজ আমাদের কর্মীরা ও আমি নিজে মন্দিরে পূজো দিলাম। তাছাড়া এই ঘটনার প্রীতিবাদে সালানপুর বারাবনি জুড়ে তীব্র বিক্ষোভ প্রদর্শন শুরু হয়েছে।
নন্দীগ্রামে বিজেপি ভয় পেয়েছে বলে এই সব কান্ড করছে এতে কিছু লাভ হবে না তাদের। আর এই খেলায় তৃণমূলের জয়লাভ নিশ্চিত।
তাছাড়া এদিন উপস্থিত ছিলেন বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিংহ সহ আরো অনেকে।

আরও পড়ুন -  Mamata Banerjee Said: পোস্তার বাজার সমিতির উদ্দেশ্যে মমতা ব্যনার্জি বলেন, সবজির বেশি দাম নেবেন না

Latest News

দিনে কত টাকা তোলা যায় ATM থেকে? মাসে কতবার? সব কিছু জানুন ATM কার্ডের নিয়মগুলি

দিনে কত টাকা তোলা যায় ATM থেকে? মাসে কতবার? সব কিছু জানুন ATM কার্ডের নিয়মগুলি।  ডিজিটাল দিনে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img