28 C
Kolkata
Monday, May 13, 2024

সায়নী ঘোষের বিরোধিতা করে ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে বিক্ষোভ

Must Read

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ    সায়নী ঘোষের বিরোধিতা করে ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে বিক্ষোভ আসানসোল দক্ষিণ বিধানসভার বানপুর ত্রিবেণী মোড়ে। শনিবার বিকালে নাগরিক মঞ্চের ব্যানারে এই বিক্ষোভ করতে দেখা যায়। বিক্ষোভকারীদের অভিযোগ, বহিরাগত প্রার্থী তারা চান না। আসানসোল দক্ষিণের প্রার্থী হিসেবে তারা অশোক রুদ্রর নাম বলতেও সোনা যায়। এদিনের এই বিক্ষোভ সমাবেশে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা দেখতে পাওয়া যায়। কেন তাদের বিক্ষোভ জানতে চাইলে তারা বলেন, একজন বাইরের ও বিতর্কিত কে তারা প্রার্থী হিসেবে মানতে চান না।

আরও পড়ুন -  কাজ হারানোর কথা না শুনে চলে গেলেন প্রার্থী সায়নী ঘোষ। অভিযোগ উঠেছে

এই বিক্ষোভ শেষ হওয়ার কিছু পরেই বেশ কিছু যুবক বাইকে করে তৃণমূললের পতাকা হাতে ত্রিবেণী মোড়ে এসে উপস্থিত হয়। ঘোষিত প্রার্থী কে মানছি না বলে শ্লোগান দিতে থাকে। সাংবাদিক রা জানতে চাইলে বিক্ষোভকারীরা বলেন, উচ্চ নেত্বৃত্যর এই সিন্ধ্যাত্ব আমরা মানব না। লক্ষণ ঠাকুরকে প্রার্থী হিসেবে তারা দাবি করতে থাকে। সব মিলে আসানসোল দক্ষিণ বিধানসভায় বিক্ষোভকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে শুরু হয়েছে জল্পনা।

আরও পড়ুন -  প্রচারে বেরিয়ে কোলিয়ারির খাদানে নামলেন সায়নী ঘোষ

Latest News

Web Series: রাজসী ভার্মার ঘনিষ্ঠ দৃশ্যে ভর্তি এই সব ওয়েব সিরিজে, নেটদর্শকরা হা করে দেখছেন

Web Series: রাজসী ভার্মার ঘনিষ্ঠ দৃশ্যে ভর্তি এই সব ওয়েব সিরিজে, নেটদর্শকরা হা করে দেখছেন।  Web Series গুলি ১৮+উদ্ধের জন্য।...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img