33 C
Kolkata
Thursday, May 16, 2024

রক্তদানের কোনো বিকল্প হয় না ৷ রক্তদান মানেই জীবন দান

Must Read

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ রক্তদানের কোনো বিকল্প হয়না ৷ রক্তদান মানেই জীবন দান ৷ করোনা সংক্রমণ পরিস্থিতিতে জেলার ব্লাড ব্যাঙ্কের সাথে পার্শ্ববর্তী রাজ্যগুলির রক্তের কোষাগারগুলিও রক্ত সংকটে ভুগছে ৷ এই পরিস্থিতিতে রক্তের সংকট কাটাতেই আসানসোলে রক্তদান মেলার আয়োজন করা হয় রাইজিং আসানসোল সংস্থার পক্ষ থেকে রবিবার ৷ যেখানে লক্ষ্যমাত্রা রাখা হয় ১৫০০ ইউনিটের ৷ বিরাট আকারের এই রক্তদান মেলায় রক্ত সংগ্রহে উপস্থিত হয় সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক (কলকাতা) রামপুর হাট ব্লাড ব্যাঙ্ক, বর্ধমান মেডিক্যাল কলেজ ব্লাড ব্যাঙ্ক, পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সদস্যরা ৷ সকাল ১০:৩০ এ এই মেলার উদ্ধোধন হলেও বেলা ১২ টার মধ্যেই প্রায় ৩০০ ইউনিট রক্ত সংগ্রহ হয়ে যায় বিভিন্ন শিবিরে ৷ এদিন এই রক্তদান মেলায় উপস্থিত ছিলেন জেলা শাসক পূর্ণেন্দু মাজি, পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন ও আসানসোল পুরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি, তৃণমূল শিক্ষা সেলের নেতা অশোক রুদ্র সহ আরো অনেকে ৷ তবে এদিনের রক্তদান মেলায় প্রদীপ জ্বালিয়ে সাফল্য কামনা করেন জিতেন্দ্র তিওয়ারি ৷ একই সাথে জিতেন্দ্র তিওয়ারি ও তার স্ত্রী চৈতালি তিওয়ারি রক্তদান করেন এই মেলায় ৷ তিনি বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতিতে রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই রক্ত সংকট দেখা দিয়েছে ৷ অথচ অতিমারীর সময় রক্তের চাহিদা বেড়ে চলেছে ৷ আসানসোল শহরে এত বড় মাপের রক্তদান মেলার আয়োজনের মাধ্যমে এক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হবে ৷ তাছাড়া অতিমারীর সময় প্লাজমা ডোনেটের প্রয়োজন পড়ছে ৷ একই সাথে যাদের শরীরে এন্টিবডি তৈরি হয়েছে তারা রক্তদানে এগিয়ে এলে করোনার সাথে যুদ্ধ অনেকটাই সহজ হবে ৷ সে কারণে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পরে আমরা রক্তদানে অংশগ্রহণ করেছি ৷

আরও পড়ুন -  মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, অস্ট্রেলিয়ায়

Latest News

Bhojpuri: রোমান্সের তুফান কাজল রাঘওয়ানির সঙ্গে খেসারি লাল যাদব, ভিডিওটি দারুন লোভনীয়

Bhojpuri: রোমান্সের তুফান কাজল রাঘওয়ানির সঙ্গে খেসারি লাল যাদব, ভিডিওটি দারুন লোভনীয়।  ভোজপুরী ভিডিও সং। ভোজপুরী ভিডিও সং: সংস্কৃতি, ঐতিহ্য এবং...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img