খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ এমনকি বয়সের আগেই ফুটে উঠতে পারে বলিরেখা।
রূপচর্চা বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল রাখার ঘরোয়া উপায় সম্পর্কে জানানো হলো।
পুদিনা
প্রতি রাতে ত্বকে পুদিনা পাতার পেস্ট ব্যবহার করতে পারেন। এতে ব্রণের সমস্য থেকে মুক্তি মিলবে।
আরামদায়ক ‘বডি প্যাক’ তৈরি করতে চাইলে পুদিনা পাতা পেস্ট করে এতে সামান্য লেবুর রস যোগ করুন এবং তা গরম জলে মিশিয়ে সারা শরীরে ব্যবহার করুন। শুকিয়ে গেলে কুসুম গরম জল দিয়ে ত্বক ধুয়ে ফেলুন।
পেঁপে
ক্ষত দূর করতে পেঁপের জুড়ি মেলা ভার। এটা নিয়মিত ফেইসপ্যাক হিসেবেও ব্যবহার করা যায়।
পেঁপের মাস্ক তৈরি করতে ১/৪ কাপ কোকো, দুই চা-চামচ ক্রিম, ১/৪ কাপ পাকা পেঁপে, দুই চা-চামচ ওটমিল গুঁড়া এবং ১/৪ কাপ মধু নিয়ে ভালো ভাবে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। প্যাকটি মুখে মেখে ১০ মিনিট অপেক্ষা করে কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক সব ধরনের ত্বকের জন্যই উপকারী।
হলুদ
অ্যান্টিসেপ্টিক উপাদান ছাড়াও হলুদে আছে ত্বকের দাগছোপ ও পিগমেন্টেইশন দূর করে ত্বককে উজ্জ্বল করার ক্ষমতা।
হলুদের গুঁড়া ও আনারসের রস একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে চোখের চারপাশে ব্যবহার করুন, কালচে দাগ দূর হয়ে যাবে।
বলিরেখা দূর করতে আঁখের রসের সঙ্গে হলুদের গুঁড়া মিশিয়ে নিন।
শুষ্ক ত্বককে প্রাণবন্ত করতে হলুদ ও চন্দনের গুঁড়া একসঙ্গে মিশিয়ে ব্যবহার করুন।
চালের আটা
বলিরেখা, পিগমেন্টেইশন ও দাগছোপ দূর করতে চালের আটা ব্যবহার করা যায়। সুগন্ধি চালের আটার প্যাক তৈরি করতে ১/৪ কাপ সুগন্ধি চালের আটা, ১/৪ কাপ দুধ এবং এক টেবিল-চামচ মধু নিন। উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে মুখ ও গলায় ব্যবহার করুন।