27 C
Kolkata
Monday, May 20, 2024

তৃণমূলের পক্ষ থেকে সংবিধান দিবস পালন

Must Read

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ বৃহস্পতিবার তৃণমূলের পক্ষ থেকে রাজ্যের অন্যান্য জায়গার সাথে আসানসোলেও সংবিধান দিবস পালন করা হয় ৷ এদিন সংবিধান দিবস উপলক্ষ্যে আসানসোল উত্তর বিধান সভার অন্তর্গত ১ নং ব্লকের পক্ষ থেকে গুরুদাস চ্যাটার্জির নেতৃত্বে একটি মিছিল বের করা হয় ৷ মিছিলটি শেষ হয় আসানসোলে রবীন্দ্র ভবনের সামনে রবীন্দ্রনাথের মূর্তির পাদদেশে ৷ যেখানে মাল্যদান পর্ব সেরে গুরুদাস চ্যাটার্জি বলেন, কেন্দ্রের সরকার তথা বিজেপি দেশের সাধারণ নাগরিকদের সাংবিধানিক অধিকারগুলি খর্ব করতে চাইছে ৷ সংবিধানের যে সমতা বিধানের ভাবধারা তা আর অক্ষুন্ন থাকছে না ৷ সমস্ত প্রকারের সংরক্ষণ তুলে দিতে চাইছে বিজেপি সরকার ৷ একই সাথে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে দিয়ে কেন্দ্রের হাতেই সমস্ত ক্ষমতার বদল ঘটাতে চাইছে ৷ তাদের মূল্য লক্ষ্য হোলো বাংলার শান্তির বাতাবরণ নষ্ট করে উত্তর প্রদেশ ও গুজরাটে পরিণত করা ৷ যা কখনই মেনে নেওয়া সম্ভব নয় ৷ তাই এদিন দলের নির্দেশ অনুসারে সংবিধানের রচয়িতা বাবা সাহেব আম্বেদকর সহ বিভিন্ন মনীষীদের পায়ে মাল্যদান সহ বাংলাকে গুজরাট বানাতে না দেওয়ার অঙ্গীকারে সংবিধান দিবস উদযাপন করা হচ্ছে ৷

আরও পড়ুন -  ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর নিয়োগ 2024, যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ, আবেদন পদ্ধতি জানুন

Latest News

Web Series: রাতের ঘুম ছিনিয়ে নেবে MX Player-এর ওয়েব সিরিজটি

Web Series: রাতের ঘুম ছিনিয়ে নেবে MX Player-এর ওয়েব সিরিজটি।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব সিরিজ! আজকের দিনে এই...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img