দ্বিতীয় জাতীয় জল শক্তি পুরস্কার

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের জলসম্পদ, নদী উন্নয়ন এবং গঙ্গা পুনরুজ্জীবন বিষয়ক মন্ত্রক ২০১৯ সালের জন্য দ্বিতীয় জাতীয় জল পুরস্কার আয়োজন করছে। আগামীকাল ও পরশু ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হবে। জলসম্পদের সংরক্ষণ ও সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ব্যক্তিবিশেষ ও প্রতিষ্ঠানগুলিকে আরও উৎসাহিত করতে এই পুরস্কার দেওয়া হয়। এছাড়াও, জলের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তোলা তথা জলের সুষ্ঠু সদ্ব্যবহারে উৎসাহিত করার ক্ষেত্রেও এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। বিভিন্ন শ্রেণীতে প্রাপকদের পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে মানপত্র, ট্রফি এবং নগদ অর্থ দেওয়া হয়ে থাকে।

আরও পড়ুন -  ফ্যানদের রাতের ঘুম কাড়লেন ‘অঙ্গুরী ভাবি’, বোল্ড অবতারে, ভাইরাল ছবি

জাতীয় জল পুরস্কার সেই সমস্ত ক্ষেত্রে দেওয়া হয় যেখানে বিভিন্ন ব্যক্তি বা সংগঠন জলসম্পদের সংরক্ষণ ও সুষ্ঠু পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। সরকারের জল সমৃদ্ধ ভারত গঠনের লক্ষ্যে যে পরিকল্পনা করা হয়েছে, তাতে অবদান রাখার জন্য বিশেষ স্বীকৃতি দেওয়া হয়।

২০১৯-এর সেপ্টেম্বরে জাতীয় জল পুরস্কারের সূচনা হয়। MyGov পোর্টালের মাধ্যমে এই পুরস্কার আয়োজন করা হয়ে থাকে। ২০১৯-এর জাতীয় জল পুরস্কারের জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল সে বছরের ৩১ ডিসেম্বর। আবেদনপত্র জমা পড়ার শেষ দিন পর্যন্ত ১,১১২টি বৈধ আবেদন পাওয়া যায়। প্রাক্তন কেন্দ্রীয় সচিব শ্রী শশী শেখরের পৌরোহিত্যে এই পুরস্কার প্রাপকদের মনোনয়নের জন্য একটি বিচারকমণ্ডলী গঠন করা হয়। বিচারকমণ্ডলীর সদস্যরা বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তিবিশেষ ও সংগঠনের কাজকর্ম বিশ্লেষণের পর পুরস্কার জয়ীদের মনোনীত করেন। সেবার ১৬টি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে মোট ৯৮ জনকে পুরস্কৃত করা হয়।

আরও পড়ুন -  Asian Champions Hockey: এশিয়ান চ্যাম্পিয়ন্স হকির পর্দা উঠলো

এবারের জাতীয় জল পুরস্কারের প্রথম দিন অর্থাৎ, ১১ নভেম্বর উপ-রাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি পুরস্কার প্রদান অনুষ্ঠানের সূচনা করবেন এবং জল শক্তি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং বিভাগীয় প্রতিমন্ত্রী শ্রী রতনলাল কাটারিয়া সহ বহু বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে অংশ নেবেন। পুরস্কারের দ্বিতীয় দিন অর্থাৎ, ১২ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রকাশ জাভড়েকর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও, বিশিষ্ট পরিবেশবিদ ও পদ্ম পুরস্কার জয়ী শ্রী অনিল যোশী বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন।

আরও পড়ুন -  Election: ৫ রাজ্যে ভোটের নির্বাচনী নির্ঘণ্ট বাজিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন

ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে জাতীয় জল পুরস্কার প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। নতুন দিল্লির বিজ্ঞান ভবনের ৫ নম্বর হল-এ এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জল শক্তি মন্ত্রকের ফেসবুক পেজ – https://www.facebook.com/mowrrdgr/live.-এও পুরস্কার প্রদান সরাসরি দেখা যাবে। সূত্র – পিআইবি।