32 C
Kolkata
Saturday, May 18, 2024

সতর্কতা সচেতনতা সপ্তাহ, ২০২০

Must Read

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর, পর্যন্ত সচেতনতা সপ্তাহ পালন করবে।আগামী ৩১ শে অক্টোবর সরর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। এই উপলক্ষে প্রতি বছর ওই সপ্তাহটি সতর্কতা সচেতনতা সপ্তাহ পালন করা হয়। এই সচেতনতা সপ্তাহ উদযাপনের উদ্দেশে হল নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে ন্যায়পরয়ণতা এবং সততার বিষয়ে উৎসাহিত করে তোলা।

এ বছরের বিষয় ভাবনা হল- “সতর্ক ভারত, সমৃদ্ধ ভারত (সজাগ ভারত, সমৃদ্ধ ভারত)”।এই বিষয় ভাবনায় আগামী ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সচেতনতা সচেতনতা সপ্তাহ পালন করা হবে।

আরও পড়ুন -  প্রধানমন্ত্রী গুজরাটে ৩টি গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা করলেন

কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা আগামী আগামী ২৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ‘নজরদারি ও দুর্নীতি দমন’ বিষয়ের একটি জাতীয় সম্মেলনের আয়োজন করেছে। এই সম্মেলনে ২৭ অক্টোবর বিকেল ৫টায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ভিজিলেন্স সচেতনতা সপ্তাহ উদযাপনের সময় এই অনুষ্ঠান কেন্দ্রীয় সরকারের সমস্ত সংস্থা / বিভাগে সরাসরি সম্প্রচারিত হবে।

আরও পড়ুন -  Gold Price Today: সোনার দামে কি হেরফের ঘটল! কলকাতায় বাজারদর কত?

সমস্ত সংস্থাকে কোভিড -১৯ প্রতিরোধের নির্দেশাবলী যেমন মাস্ক পরা, ‘দু গজের দূরত্ব মেনে চলা’ এবং সমস্ত জায়গায় হাত ধোওয়ার মতো বিষয়গুলি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

কমিশন মনে করে যে দুর্নীতি দেশের অগ্রগতির একটি প্রধান বাধা। আমাদের জীবনের সকল ক্ষেত্রে অখণ্ডতা বজায় রাখতে সমাজের সমস্ত বিভাগকে সজাগ থাকতে হবে। কমিশন জানিয়েছে এ বছর

আরও পড়ুন -  Nusrat-Mimi: মাসি হলেন মিমি ! সুখবর পেয়েই দূর থেকে প্রিয় বোনুয়াকে বললেন ‘তোকে যদি জড়িয়ে ধরতে পারতাম’

যে সমস্ত সংস্থা ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহে অংশ নেবে তারা সংস্থার অভ্যন্তরীণ বিষয়ে বিশেষ নজর দেবে।

সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য সামাজিক মাধ্যম, বাল্ক এসএমএস / ই-মেইল, হোয়াটসঅ্যাপ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া ইত্যাদির সাহায্যে ব্যাপক প্রচার চালাতে বলা হয়েছে। সূত্র – পিআইবি।

Latest News

Post Office Scheme: সুরক্ষায় দুর্দান্ত লাভজনক এই স্কিম পড়ুন, রোজ ১৮ টাকা রাখলে পাবেন ৩ লক্ষ টাকা, শিশু সুরক্ষায় লাভজনক স্কিমটি

Post Office Scheme: সুরক্ষায় দুর্দান্ত লাভজনক এই স্কিম পড়ুন, রোজ ১৮ টাকা রাখলে পাবেন ৩ লক্ষ টাকা, শিশু সুরক্ষায়...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img