আসানসোলে একমাত্র মনোজ সিনেমা হল দর্শকদের জন্যে খুলে দেওয়া হয়েছে

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ সরকারি স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘ লকডাউন পর্ব পেরিয়ে রাজ্যের অন্যান্য স্থানের সাথে আসানসোলেও দর্শকদের জন্যে শুরু হোলো প্রেক্ষাগৃহ ৷ এদিন আসানসোলে একমাত্র মনোজ সিনেমা হলই দর্শকদের জন্যে খুলে দেওয়া হয়েছে ৷ এই বিষয়ে হলের মালিক মনোজ দাস জানিয়েছেন, সরকারি নিয়ম নীতি মেনে শুক্রবার থেকে দর্শকদের জন্যে সিনেমা হল চালু করা হয়েছে ৷ তবে প্রতিটি দর্শককেই হলে ঢোকার আগে থার্মাল চেকিং সহ হাতে স্যানিটাইজ দেওয়া হয়েছে ৷ স্বাস্থ্যবিধি অনুসারে দূরত্ববিধি বজায় রেখে বসার আসন নির্দিষ্ট করা হয়েছে ৷ যদিও এদিন সিনেমা হলের প্রথম শো তে দর্শকদের বিশেষ সাড়া পাওয়া যায়নি ৷ হাতে গোনা কয়েকজন দর্শকই উপস্থিত হয়েছিলেন ৷ অন্যদিকে সিনেমা প্রেমী এক দর্শক লকডাউন পর্ব পেরিয়ে সিনেমা হল খোলায় উচ্ছ্বাস প্রকাশ করেন ৷ একই সাথে সিনেমা হল কর্তৃপক্ষের পক্ষ থেকে লাগু হওয়া স্বাস্থ্যবিধি নিয়েও সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন -  Philippine: সমাবর্তন অনুষ্ঠানে গুলিতে নিহত ৩, ফিলিপাইনে