মালদা জেলা পুলিশ সুপার এবং ইংরেজবাজার পৌরসভার কর্তৃপক্ষের হাতে ডেপুটেশন তুলে দিল

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ নারী সুরক্ষা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র-ছাত্রীদের সুরক্ষা সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে মালদা জেলা পুলিশ সুপার এবং ইংরেজবাজার পৌরসভার কর্তৃপক্ষের হাতে ডেপুটেশন তুলে দিল
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP )- এর ইংলিশ বাজার নগর ইউনিট। শুক্রবার সংগঠনের কর্মীরা স্বাস্থ্যবিধি মেনেই মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া ও ইংলিশ বাজার পৌরসভার পৌর প্রশাসক নিহার রঞ্জন ঘোষের হাতে রাজ্যের নারী সুরক্ষা নিয়ে ডেপুটেশন দেওয়া হয়। এই বিষয়ে ওই ইউনিটের সম্পাদক কমল ঘোষ অভিযোগ করেন দিনদিন রাজ্যজুড়ে ধর্ষণের মতো ঘটনা ঘটে চলেছে। নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই নারী সুরক্ষার ব্যবস্থা করতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র-ছাত্রীদের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, সিসিটিভি ক্যামেরা সহ হেল্পলাইন নম্বর সচল রাখতে হবে সহ ৬ দফা দাবি নিয়ে পুলিশ সুপার এবং ইংরেজবাজার পৌরসভার প্রশাসকের হাতে একটি দাবি সনদ তুলে দেওয়া হল।

আরও পড়ুন -  ৮ বছরের মেয়েকে উদ্ধার করার সময় ১১ জনের মৃত্যু, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর !

Leave a Comment