ট্রাকের সাথে বোলেরো গাড়ির সংঘর্ষ

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ মালদা মহানন্দা বাইপাস দ্বিতীয় সেতুতে ট্রাকের সাথে বোলেরো গাড়ির সংঘর্ষ।
শনিবার সকাল পাঁচটা নাগাদ মালদা মহানন্দা দ্বিতীয় সেতু ৩৪ নম্বর বাইপাস রোডের উপর গাজোল গামি এক ট্রাকের সাথে বুলেরো গাড়ি ধাক্কা মারে। তারপর দুমড়ে-মুচড়ে যায় বোলেরো গাড়ি টি। সূত্রের খবর অনুযায়ী জানা যায় ট্রাকের চালক পলাতক, এবং ঘটনাস্থলে বোলোরো গাড়ির খালাসী মারা যায়।ও আহত হয় কয়েকজন। এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, আহতদের মালদা মেডিকেল কলেজে পাঠায়, মৃতদেহ পাঠানো হয় মর্গে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন -  Kovid-19: কোভিড-১৯ এর বিষয়ে সর্বশেষ তথ্য