রানীগঞ্জের ব্লক স্তরে এবার করোনা পরীক্ষার জন্য লালা রস সংগ্রহের কাজ শুরু হলো

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ রানীগঞ্জের ব্লক স্তরে এবার করোনা পরীক্ষার জন্য লালা রস সংগ্রহের কাজ শুরু হলো জোরকদমে। শুক্রবার রানীগঞ্জের রতিবাটি পঞ্চায়েতে এই লালা রস সংগ্রহের কর্মসূচি প্রথমে শুরু হয়। যেখানে প্রাথমিক পর্যায়ে ৪৮ জনের লালা রস সংগ্রহ করে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিশেষ চিকিৎসক দল। পরে সোমবার রানীগঞ্জের এগারা গ্রাম পঞ্চায়েতে ৪০ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার রাণীগঞ্জ বল্লভপুর গ্রাম পঞ্চায়েতে এই লাল রস সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বল্লভপুর প্রতিবন্ধী কেন্দ্রে এই লালা রস সংগ্রহের শিবির করা হয়েছিল। যেখানে এদিন ৭০ জনের নাম নথিভুক্ত হলেও ৪৫ জন সদস্য তাদের লালা রস সংগ্রহ করায়। পঞ্চায়েত প্রধান মমতা প্রসাদ জানিয়েছেন অনেকেই নানান কারণে ভয়ে, আতঙ্কের ফলে এই করোনা পরীক্ষার জন্য হাজির হচ্ছেনা শিবিরে, তার কথায় তারা গত তিনদিন ধরে এই শিবিরের কথা বাড়ি বাড়ি প্রচার করছেন, তারপরও কম মাত্রায় উপস্থিতির কারণ হিসেবে তিনি ভয়ে আতঙ্কে জন্যই এই কম উপস্থিতি বলেই দাবি করেন। এছাড়াও তার দাবি এদিন জন্মাষ্টমীর কারনেও এই উপস্থিতির হার কম হতে পারে। উল্লেখ্য রানীগঞ্জের পঞ্চায়েত এলাকায় ৮৩ টি মৌজায় পৃথক পৃথকভাবে শিবির করে লালা রস সংগ্রহের জন্য উদ্যোগ নেওয়া হবে। শুক্রবার প্রাথমিক পর্যায়ে লালা রস সংগ্রহের কর্মসূচি সম্পন্ন হয় রতিবাটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানে এই লালা রস সংগ্রহের জন্য ৪৮ জনের সোয়াব টেস্ট করা হলে তাদের মধ্যে ৬ জনের কোবিড নাইনটিন পজেটিভ রয়েছে বলে জানা যায় । মঙ্গলবারই তাদের লালা রসের রিপোর্ট আসার সাথে সাথেই ছয়জনকেই দুর্গাপুরের সনোকা হাসপাতলে পাঠানো হয় চিকিৎসার জন্য। আগামীতেও এই করোনা রোধের লক্ষ্যে শিবির কোরে, প্রত্যহ ১০০ জনের নমুনা সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। যা স্বাস্থ্য দপ্তরের বিশেষ দল প্রতিটি মৌজায় পৌঁছে সংগ্রহ করবে বলে জানা গেছে।

আরও পড়ুন -  Hackers: হ্যাকারদের নজরে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা