সাইবার ক্রাইম প্রতারণার শিকার এক ব্যক্তি

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ সাইবার ক্রাইম প্রতারণার শিকার এক ব্যক্তি আসানসোল সাইবার ক্রাইম দপ্তরে লিখিত অভিযোগ। এই ধরনের ঘটনা ঘটলো পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর অঞ্চলের বাসিন্দা চন্দন গণ নামে এক যুবকের। রবিবার রাত্রে চন্দন এর কাছে একটি ফোন আসে অপর দিক থেকে ফোন করা ওই অপরাধী চন্দনকে টিম ভিউয়ার নামে একটি অ্যাপস ডাউনলোড করতে বলে। চন্দন ডাউনলোড করার পর একটি ওটিপি নাম্বার আসে তৎক্ষণাৎ সেই নাম্বার টি চেনাই চন্দন এর কাছ থেকে। আর ঠিক তারপরে ৫ থেকে ৬ বার এর মধ্যেই চন্দনের একাউন্ট থেকে ৩ লক্ষ ২৯ হাজার টাকা উধাও হয়ে যায়। এই ঘটনার ফলে চন্দনের এখন মাথায় হাত। অবশেষে চন্দন দ্বারস্থ হয়েছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সাইবার ক্রাইম দপ্তরে। এখন দেখার চন্দনের মুখে হাসি ফোটাতে পারবে কিনা সাইবার ক্রাইম বিভাগ তা তো সময়ই বলবে।

আরও পড়ুন -  Richest People Live: শীর্ষ ধনীরা, বিশ্বের কোন কোন শহরে থাকেন?