শহীদ ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস উপলক্ষে রক্তদান শিবির

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ বর্তমানে করোণা আবহে ব্যস্ত মানুষ। একদিকে লকডাউন অন্যদিকে কিছু রক্তাল্পতায় ভোগা অসুস্থ মানুষের জন্য হাহাকার। এই তীব্র আর্তনাদে সারা দিয়ে, প্রতিবছরের ন্যায় বিবেকানন্দ শিশু মন্দির এর উদ্যোগে ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায় ১১ ই আগস্ট ২০২০ বাচামারী গভঃ কলোনী বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ৩ জন মহিলা সহ ১৭ জন স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবেকানন্দ শিশু মন্দিরের প্রধান আচার্য পংকজ কুমার সরকার, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, মালদা মেডিক্যাল কলেজ ব্লাড ব্যাঙ্কের ডা: প্রলয় দাস, স্পার্ক এর অফিস সম্পাদক তিলক সরকার প্রমূখ।

আরও পড়ুন -  IND vs ENG: শার্দুল ঠাকুরের চোট, দ্বিতীয় টেস্টে দলে সুযোগ পেতে চলেছেন এই বোলার