তিন ঘন্টার প্রচেষ্টায় অবশেষে টাওয়ার থেকে নামলো যুবক

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ বুধবার জুলাই মাসের অন্তিম লকডাউনে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে যায় কুলটি থানার কুলতুলিতে। লকডাউনের বিধি ভেঙে ঘটনা চাক্ষুষ করতে দলে দলে ভীড় জমায়। বুধবার বিকাল চারটা নাগাদ কুলতলিতে হাইটেনশন টাওয়ারে চেপে পড়ে মানসিক ভারসাম্যহীন যুবক,মুহুর্তে খবর ছড়িয়ে পড়ে সমগ্র কুলটি এলাকায়, পৌঁছে পুলিশ প্রশাসন। তিন ঘন্টা ধরে বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে যান তারা। প্রশাসন জানায় হাইটেনশন টাওয়ারে এক লক্ষ দশ হাজার পাওয়ারের তার ফারাক্কা যাচ্ছ ডিভিসি থেকে, লাইন অফ করতে গেলে দিল্লি থেকে অনুমতি নিতে হবে যা অতি অল্প সময়ে অসম্বভ। অবশেষে সন্ধ্যা সাতটা নাগাদ পুলিশ প্রশাসন ভীড় সরিয়ে দেবার পর মানসিক ভারসাম্যহীন যুবক নিজে টাওয়ার থেকে নেমে পুলিশের গাড়ীতে চেপে পড়ে। স্বস্তির নিঃশ্বাস ফেলে পুলিশ প্রশাসন।

আরও পড়ুন -  Vande Bharat Express Manufacturing: ৮০টি স্লিপার ক্লাস বন্দে ভারত, তৈরি হবে উত্তরপাড়ায়, প্রথম ট্রেন দু বছরের মধ্যেই

Leave a Comment