সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ করোনার গোষ্ঠী সংক্রমণ রুখতে প্রথম, দ্বিতীয় পর এবার তৃতীয় সাপ্তাহিক লক ডাউন কঠোরভাবে পালিত হচ্ছে মালদা জেলা জুড়ে। এদিন সকাল থেকে পুলিশের শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চলছে পুলিশি অভিযান, তার সাথে চলছে নাকা চেকিং। এই দিন সকাল থেকে শহরের রাজপথ শুনশান। বন্ধ দোকানপাট, হাট বাজার, ব্যাংক পোস্ট অফিস সহ বিভিন্ন যানবাহন। একমাত্র ওষুধের দোকান ছাড়া এই দিন শহরের সব দোকানপাট ছিল বন্ধ। মাস্ক বিহীন মানুষের বিনা কারণে দেখলেই পুলিশের তরফ থেকে কড়া সতর্ক করা হচ্ছে, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লকডাউন লঙ্ঘনকারীদের বেশ কিছু জনকে আটকও করেছে পুলিশ। সব মিলিয়ে করোনা মোকাবিলায় তৃতীয় সাপ্তাহিক লকডাউনে জোর তৎপরতা জেলা পুলিশের।
আরও পড়ুন - Railway Jobs: রেলে নতুন চাকরির সুযোগ, ৩২,৪৩৮টি শূন্যপদে নিয়োগ, আবেদন শুরু জানুয়ারি ২০২৫