করোনা আতঙ্কে বন্ধ হয়ে রইল চন্দ্রচুড় মন্দির

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ করোনা আতঙ্কে বন্ধ হয়ে রইল চন্দ্রচুড় মন্দির। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারেই বন্ধ রইল মন্দির। যদিও সকাল থেকেই ভক্তরা মন্দির চত্বরে ভিড় জমায়। কিন্তু মন্দির কমিটি কাউকেই মন্দিরে প্রবেশ করতে দেয়নি। মন্দিরের বাইরে থেকেই সবাই পুজো দিয়ে যায়। কোরোনা সংক্রমন যাতে না ছড়ায় সেই কারণে জমায়েত বন্ধ রাখতেই এমন সিদ্ধান্ত বলে মন্দির কমিটি জানিয়েছে। যদিও পুন্যার্জনের আশায় দুরদুরান্তের গ্রামের মানুষ এসে ভিড় করেছিল মন্দির চত্বরে কিন্তু তারা শিবলিঙ্গে জল ঢালতে না পেরেই মন খারাপ নিয়ে ফিরে যেতে বাধ্য হন।

আরও পড়ুন -  Howrah City Police: পথ দুর্ঘটনা কমাতে কাট আউট বন্ধ করার সিদ্ধান্ত, হাওড়া সিটি পুলিশ