বিশাল অঙ্কের টাকা এবং বেশ কিছু পরিমাণে গাঁজা উদ্ধার করে পুলিশ

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব প্রতিনিধি, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ বিশেষ সূত্রে খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং জামুড়িয়া থানা যৌথ ভাবে হানা দেয় আসানসোলের জামুড়িয়া থানার কুয়া মোড় অঞ্চলে এক ব্যক্তির বাড়িতে। হানা দিয়ে বিশাল অঙ্কের টাকা এবং বেশ কিছু পরিমানে গাঁজা উদ্ধার করে পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায়, আজ দুপুরে কুয়া মোড়ের বাসিন্দা সনৎ সিং এর বাড়িতে হঠাৎই হানা দেয় পুলিশ। হানা দিয়ে গাঁজা,টাকা ছাড়াও সনৎ সিং সহ মত চার জনকে গ্রেপ্তার করে পুলিশ।আর মধ্যে কয়েকজন অন্য রাজ্যের বাসিন্দা বলে জানান, কমিশনারেটের ডি সি সেন্ট্রাল সায়ক দাস। পুলিশ তদন্ত করে দেখছে আন্তঃ রাজ্য দুস্কৃতরা এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে কি না।

আরও পড়ুন -  Kolkata Rain Alert: বড় ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে, দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন