বিশ্ববাংলা এবং মা লেখা ভিন্ন ধরনের দুটি মাস্ক সরকারি কর্মী ও সাধারণ মানুষদের মধ্যে বিলি করা হল

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ     বিশ্ববাংলা এবং মা লেখা ভিন্ন ধরনের দুটি মাস্ক সরকারি কর্মী এবং পঞ্চায়েত দপ্তরে আসা সাধারণ মানুষদের মধ্যে বিলি করা হল। মালদহের কালিয়াচক এক নম্বর ব্লকের অন্তর্গত আলিনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বৃহস্পতিবার আলিনগর গ্রাম পঞ্চায়েতে এই ভিন্ন ধরনের মাস্ক বিতরণ করা হয়। আলিনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মোঃ ওবায়দুল্লাহের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা পঞ্চায়েত দপ্তরের সকল কর্মী এবং সাধারন মানুষদের মুখে এই মাস্ক পরিয়ে দেন। আলিনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান, তার স্বামী এসানুল হক (আদিল), গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সহ অন্যান্য আধিকারিক এবং কর্মীদের এদিন নিজে হাতে বিশ্ববাংলা এবং মা লেখা ভিন্ন ধরনের এই মাস্ক নিজে হাতে পরিয়ে দেন অঞ্চল সভাপতি মোঃ ওবায়দুল্লাহ। এই বিষয়ে আলিনগর অঞ্চল সভাপতি জানান, পশ্চিমবঙ্গের পরিচয় হিসেবে বিশ্ব বাংলার নাম গোটা বিশ্বে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা। তার পাশাপাশি করোনা যুদ্ধে মা-মাটি-মানুষের সরকার দিনরাত এক করে কাজ করে চলেছেন। তাই বিশ্ববাংলা এবং মা লেখা এই দুই ধরনের ভিন্ন মাস্ক সরকারি কর্মী এবং সাধারন মানুষদের হাতে তুলে দেওয়া হলো।

আরও পড়ুন -  BJP: বিজেপি'র সুর মুকুলের মুখে

Leave a Comment