৩০শে জুন একদিনে ৭৩টি রেকে সার পরিবহণ করে রেকর্ড সৃষ্টি

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ      কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রী শ্রী ডি ভি সদানন্দ গৌড়া আজ সার দপ্তরের আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন এবং রেল মন্ত্রককে কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, ৩০ জুন একদিনে ৭৩টি রেকের মাধ্যমে সার পরিবহণ করে একটি রেকর্ড তৈরি হয়েছে। এ বছরের জুন মাসে প্রতিদিন গড়ে ৫৬.৫টি রেকে সার পরিবহণ করা হয়েছে যা আরেকটি নজির সৃষ্টি করেছে।

আরও পড়ুন -  IPL 2023: চোট পেলেন নিতিশ কুমার রানা, শ্রেয়াস আইয়ারের পর, KKR শিবির দুঃস্বপ্নের মধ্যে

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সঠিক সময়ে কৃষকদের কাছে সার পৌঁছে দিতে দায়বদ্ধ। বর্তমান খরিফ মরশুমে রাজ্যগুলির সঙ্গে সমন্বয় বজায় রেখে কেন্দ্র দেশ জুড়ে সার সরবরাহের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  জেলা সভানেত্রীর ডাকা বৈঠকে গরহাজির তৃণমূলের এক প্রার্থী