মা শীতলা’র পুজো চলছে মহা ধূমধামে
নিজস্ব প্রতিনিধি, খবরইন্ডিয়াঅনলাইন, হাওড়াঃ হাওড়া’র বাকসাড়া, বাঁশতলা অঞ্চলে মা শীতলা’র পুজো চলছে মহা ধূমধামে। সাথে চলছে ডণ্ডিকাটা। যাদের মনের কামনা পূরণ হয়েছে। আট’টি গ্রাম নিয়ে এই পুজো হয়। এইটা শীতলা অষ্টমী তিথি তে হয়। পুজোর শেষে ভোগ বিতরণ করা হয়। সন্ধ্যা বেলায় মায়ের গান হবে।